পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬
কলিকাতার ইতিহাস।

১৭১৭ খৃষ্টাব্দে সম্রাট্‌ ইংরাজগণকে ৩৭ বা ৩৮ খানি গ্রাম ক্রয় করিবার অনুমতি প্রদান করিলেন। এই সঙ্গে সঙ্গে ইংরাজগণকে অন্যান্য নানাপ্রকার ব্যবসায়সম্বন্ধীয় সুযোগসুবিধাও প্রদত্ত হইল।

 উন্নতিমার্গে অগ্রসর হইতে হইতে কলিকাতাকে নানাপ্রকার ভাগ্য-বিপর্যয়ের অধীন হইতে হইয়াছে। ইংরেজ-বণিক্‌গণ কিরূপ ক্লেশসাধ্য আয়াসপরম্পরা স্বীকার করিয়া এবং কিরূপ দুরতিক্রম্য বাধাবিঘ্নসমুহ অতিক্রম করিয়া এদেশে কুঠি নির্ম্মাণ করিতে ও বাণিজ্যব্যবসায় চালাইতে সমর্থ হইয়াছিলেন, তাহা আমরা পূর্ব্বেই বলিয়াছি। বস্তুতঃ ইংরেজ উপনিবেশের উপচীয়মান সৌভাগ্যদর্শনে ঈর্ষ্যাকলুষিত হৃদয়ে মোগলকর্ত্তৃপক্ষীয়েরা ইংরেজদিগের উন্নতিপথে যে সকল বিষম অন্তরায় সংস্থাপন করিয়াছিলেন, তাহা ইতিহাস পাঠকমাত্রেই বিদিত আছেন। কলিকাতাকে যে সকল উৎকট উৎপাত সহ্য করিতে হইয়াছিল, তাহার মধ্যে ১৭৩৭ সালের ঝড় সবিশেষ উল্লেখযোগ্য। উহার সহিত আবার ভূমিকম্পও ছিল। এই দুর্ঘটনায় নদীতীরস্থ বহু গৃহ (অনেকে বলেন, প্রায় দুইশত) ভূমিসাৎ হইয়াছিল, এবং ইংলিশ চর্চ্চ নামক গির্জার সমুচ্চ সুন্দর চুড়াটী বিচ্যুত হইয়া পড়িয়া গিয়াছিল; তদ্ভিন্ন, ভিন্ন ভিন্ন জাতির দুই সহস্র জাহাজ, বোট, বজরা, ডিঙ্গি প্রভৃতি তাহাদের নোঙ্গর ও কাছি হইতে বিচ্ছিন্ন হওয়ায় তাহাদের কতকগুলি জলমগ্ন হইয়াছিল এবং অবশিষ্টগুলি ভাঙ্গিয়া চুরিয়া গিয়াছিল। গঙ্গার জল সাধারণতঃ যেরূপ উচ্চ হইয়া থাকে, স্ফীত হইয়া তাহা অপেক্ষা ৪০ ফুট অধিক উচ্চ হইয়া উঠিয়াছিল। কথিত আছে যে, এই নিদারুণ অনর্থপাতে তিন লক্ষ মনুষ্য প্রাণ হারাইয়াছিল। পরন্তু দুর্বোধ্য অদৃষ্টচক্রের