পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০৬
কলকাতার ইতিহাস।
পত্রের নাম। কখন প্রথম
প্রকাশিত হয়।
কত দিন
জীবীত ছিল।
সম্পাদকের নাম। মাসিক মূল্য।
 রসরাজ  ১৮৩৮  ১৭ বৎসর  গৌরীশঙ্কর ভট্টাচার্য্য  ॥৹
 সংবাদ অরুণোদয়  জগন্নারায়ণ মুখোপাধ্যায়
 সুজন রঞ্জন  হেরম্বচরণ মুখোপাধ্যায়
 বেঙ্গলা গভর্ণমেণ্ট গেজেট  ১৮৩৯  ১৭ বৎসর  জে মার্শম্যান  ॥৹
 মুর্শিদাবাদ পত্রিকা  ১৮৪০  ১ “  গুরুদয়াল চৌধুরী
 জ্ঞানদীপিকা  ১ “  ভবানী চট্টোপাধ্যায়
 ভারত-বন্ধু  শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায়
 বঙ্গদূত  ১ “  নীলকমল দাস
 বাদেন দর্শন  অক্ষয়কুমার দত্ত ও প্রসন্নচন্দ্র ঘোষ
 বেঙ্গলা স্পেক্টেটর  ২ “  রামগোপাল ঘোষ প্রভৃতি
 অয়নবাদদর্শন  ১৮৪৩  ১ “  শ্রীনারায়ণ রায়, বারাকপুর  
 তত্ত্ববোধিনী পত্রিকা  ১৮৪৩  ১২ “  অক্ষয়কুমার দত্ত  ॥৹
 সংবাদ-রাজরাণী  ১৮৪৪  ৬ মাস  গঙ্গানারায়ণ বসু