পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩১৬
কলিকাতার ইতিহাস

 —“এখানে বিবাহানুষ্ঠানটা সকল পক্ষেরই নিকট সাতিশয় আনন্দজনক; বিশেষতঃ আমার মনে হয়, পাদ্রি সাহেবের আরও আনন্দজনক, কারণ তিনি ঐ অনুষ্ঠান সম্পন্ন করিবার পারিশ্রমিক প্রত্যেক স্থলে বিশটি করিয়া সোণার মোহর পাইয়া থাকেন। বর ও কন্যার বন্ধুবান্ধবেরা মনোহর বেশভূষায় সুসজ্জিত হইয়া নবদম্পতির কোনও আত্মীয়ের বাটীতে সমবেত হন এবং অতি উপাদেয় ভোজ্যপানীয় দ্বারা পরিতোষিত হন। আর ঐ অনুষ্ঠান জন্য আনন্দপ্রকাশার্থ দেখা-সাক্ষাৎ-ব্যাপারে সমস্ত নগর আলোড়িত হয়।

 বোধ হয়, সে কালে কর্তৃপক্ষীয়েরাও বিবাহিত কর্ম্মচারী অধিক পছন্দ করিতেন। বিবাহিত সিভিলিয়ানদিগকে মাসিক ২০০ দুই শত টাকা অতিরিক্ত দেওয়া হইত; অবিবাহিতদিগের বিবাহবন্ধনে আবদ্ধ হইবার পক্ষে ইহা অল্প প্রলোভন নহে।

 সুপ্রসিদ্ধ ওলন্দাজ নৌসেনাধ্যক্ষ ষ্টাভোরিনস্ ১৭৭৩ অব্দে ইউরোপীর মহিলাদিগের সম্বন্ধে এইরূপ লিখিয়াছেন;—“এক ঝুড়ি রত্নালঙ্কার এক ঘর অতি সুন্দর পরিচ্ছদ ও তাকের উপর সুসজ্জিত রাজব্যবহারযোগ্য বাসনকোসন, এই সকলের বিনিময়ে গার্হস্থ্য সুখশান্তি ক্রয় করিতে হইবে; পতি হয় এই সমস্ত দ্রব্য প্রদান করিবেন, নচেৎ তাঁহার গৃহ এতদূর গরম হইয়া পড়িবে যে, তাঁহার তিষ্ঠান ভার হইয়া উঠিবে; এদিকে পত্নী কিন্তু গৃহস্থালীর কোনও ব্যাপারেই কিছুমাত্র দৃষ্টিপাত করিবেন না, তিনি দাসদাসীর হস্তে সমস্ত ভার অর্পণ করিয়াই নিশ্চিন্ত যেন সাহেবের সাধারণতঃ ৮টা হইতে ৯টার মধ্যে শয্যাত্যাগ করেন। ১॥৹টার সময় মাধ্যাহিক আহার প্রস্তুত হয়; অনন্তর তাঁহারা ৪॥৹টা বা ৫টা