পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দশম অধ্যায়।
৩১৭

পর্য্যন্ত নিদ্রা যান, তৎপরে যথারীতি বেশভূষা করেন এবং সায়ংকাল ও রাত্রির কিয়দংশ বন্ধুবান্ধবগণের সহিত মিলিত হইয়া বা নৃত্যোৎসবে যোগদান করিয়া অতিবাহিত করেন; এই সকল নৃত্যোৎসব শীতকালেই ঘন ঘন হইয়া থাকে। ইঁহারা বহু নরনারী একত্র মিলিয়া আমোদপ্রমোদ করিতে ভালবাসেন। সাধারণতঃ গঙ্গার মনোহর তীরের বা মনোরম বক্ষের উপর এইরূপ অমোদ প্রমোদের আয়োজন হইয়া থাকে।” ম্যাকিলটস্ সাহেব এতদ্দেশীয় ইউরোপীয়দিগের জীবনবৃত্তান্ত এইরূপ বর্ণন করিয়াছেন;—

 “প্রাতে প্রায় ৭টার সময় তাঁহার (সাহেবের) দরওয়ান ফটক খুলে এবং সঙ্গে সঙ্গে তাঁহার সরকারগণ, চাপরাসীগণ, হরকরাগণ, চোবদারগণ, হুঁকাবদারগণ, খানসামাগণ, কেরাণীগণ ও প্রার্থিগণ দ্বারা বারান্দা পরিপূর্ণ হইয়া যায়। হেড্বেহার ও জমাদার ৮টার সময় হলে ও তাঁহার শয়ন-মন্দিরে প্রবেশ করে। তৎক্ষণাৎ একটী কামিনী তাঁহার পার্শ্ব ত্যাগ করে এবং গুপ্ত সিঁড়ী দিয়া নয় তাহার নিজ প্রকোষ্ঠে অথবা প্রাঙ্গণের বাহিরে নীত হয়। প্রভু আপনার পদদ্বয় শয্যা হইতে বাহির করিবামাত্র, যে সমস্ত লোক তাঁহার জাগরণের প্রতীক্ষা করিতেছিল, তাহারা সকলেই সেই গৃহে প্রবেশ করে এবং দেহ ও মন্তক যথাসম্ভব নত করিয়া ও হস্তাঙ্গুলির অন্তঃপৃষ্ঠ দ্বারা স্ব স্ব ললাটদেশ ও পশ্চাৎপৃষ্ট দ্বারা গৃহতল স্পর্শ করিয়া প্রত্যেকে তিনবার সেলাম করে। প্রভু অনুগ্রহপূর্ব্বক হয়ত মস্তক ঈষৎ কম্পিত করেন। অথবা তাহার কৃপা ও আশ্রয়প্রার্থীদিগের প্রতি একবার কটাক্ষপাত করেন। অনন্তর তাঁহার লম্বা ঢিলা পাজামা উন্মোচন করা হইলে একটি পরিষ্কার ধপধপে শার্ট, প্যাণ্টালুন, স্টকিঙ্ ও জুতা যথাক্রমে তাঁহার উৰ্দ্ধাদি, জঙ্ঘায়, পাদদ্বয়ে ও