পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দশম অধ্যায়।
৩২৫

গার্ডেন রীচের নীচে একটা ঘোড়দৌড়ের মাঠ ছিল; তদ্ব্যতীত কলিকাতার ময়দানেও একটা ছল। ১৭৮০ খৃষ্টাব্দে একটা ২০০০ টাকার চালায় প্লেটের বিজ্ঞাপন প্রচারিত হইয়াছিল, এবং তাহাতে কথিত হইয়াছিল যে, সাহেব খানসামারা কলিকাতার ইউরোপীয় ভদ্রলোক ও মহিলাগিকে ঘোড়দৌড়ের অবসানে একটি ‘বল’ দিবে। শিকারের আমোদও যেরূপ, ঘোড়দৌড়ের আমোদও সেইরূপ; উহাতে কেবল যে নিষ্ক্রিয় খাতখনকেরা অঙ্গচালনার সুযোগ প্রাপ্ত হইত এরূপ নহে, তদ্ভিন্ন দেশীয়রাও মহোপকার লাভ করিত, কারণ তৎকালে কলিকাতার উপকণ্ঠভাগে চিতাবাঘের অত্যন্ত প্রাদুর্ভাব থাকায় দেশীয় লোকদিগের অনেকেই বঙ্গ জন্তুর হস্তে মারা পড়িত। শুকরশিকারই অতি প্রিয় আমোদ ছিল এবং তদুদ্দেশ্যে বিগত শতাব্দীতে কলিকাতায় ১৫ মাইল দক্ষিণস্থ বকরা নামক স্থানই মনোনীত হইত।

 সুর্ত্তিখেলার তখন বড়ই বেশী প্রচলন ছিল। সৌখীন সমাজ ঘুরিয়া ঘুরিয়া হাট বাজার করিতেও ভালবাসিত। এ সময়ে এক ব্যক্তি লিখিয়াছেন,—“সাহেবদিগের দোকানগুলি, বিলাসিতাসূচকই হউক বা প্রয়োজনীয়ই হউক, নানাপ্রকার ইউরোপীয় পণ্যের ভাণ্ডারস্বরূপ, এবং নিষ্কর্মা ও সৗখীনদিগের প্রত্যুষে মিলনস্থল; ইহারা তথায় মিলিত হইয়া দিবসের কুৎসা প্রচার করিতে থাকে এবং অতি উচ্চ মূল্যে পিঞ্চেন্ বেক্ সাহেবের খেলানা বা ট্যাভিষ্টক্ স্ট্রীটের স্বল্পমূল্য অকিঞ্চিৎকর ভূষণ ক্রয় করে। পরিচ্ছদ প্রস্তুতকারক দরজিরা পূর্বকালে প্রচুর লাভ করিত। মার্টিন্ নামক একজন দরজির বিষয় উল্লিখিত আছে যে, সে ১০ বৎসর কাজ করার পর দুই লক্ষ টাকা লইয়া ইউরোপে প্রভিগমন করে!