পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় অধ্যায়।
৪১

 এই নগরের অতীত গৌরবের একটা মোটামুটি ধারণা পাঠক দিগের হৃদয়ে জন্মাইয়া দিবার নিমত্ত জনৈক সেনানায়ক কর্তৃক লিখিত —Sketches of India for fireside Travellers নামক পুস্তকের একস্থান হইতে কিয়দংশ এস্থলে উদ্ধত হইতেছে:—

 তুমি গৌড়নগরের ধ্বংসাবশেষের উপর পদার্পণ করিয়া বিচরণ করিতেছ। এই মৃত্তিকা এক্ষণে চূর্ণীভূত অথবা তোমার পদভরে চুর্ণায়মান ইষ্টকসমূহে গঠিত; ঐ সমস্ত ইষ্টক যুগযুগান্তর পূর্বে মানবহস্তদ্বারাই নির্মিত হইয়াছিল। যে নগরের স্মৃতিচিহ্ন, তুমি অন্বেষণ করিতেছ, সেই নগরের দেবমন্দির প্রাসাদ ও অট্টালিকাসমুহ এই স্থানে ধূলিসাৎ হইয়া রহিয়াছে। তুমি কি এক্ষণে জেরুজালেম নগরে সলমনের সেই সুবিখ্যাত মন্দিরের একখানিও ইট খুজিয়া বাহির করিতে পার? মেরুজালেমে যে দ্বিতীয় মন্দির আমার শক্তি ও গৌরবের দিনের ৮০০ বৎসর পরে ভূমিসাৎ হইয়াছে, তাহার একখানি পাথরের উপর আর একখানি পাথর কি এখন আছে? তুমি কি অম্বেষণ করিতেছ? বাবিল, টায়ার ও সাইডন আমার ভগিনী ছিল। মিসর ও তাহার দেবমূর্তি সকল মামাকে চিনিত; আমার কাল হইতে সাম্রাজ্যের পর সম্রাজ্যের উখান ও পতন ঘটিয়াছে; কার্থেজ রোম ও বিজ্যানিশিয়ম ভূমিসাৎ হইয়াছে। হেজিকায়ার সময়ে মহাপ্রভুর ভবিষ্যদ্বক্তা ইসায়া যেরূপ অন্যান্য সুপ্রসিদ্ধ নগর সম্বন্ধে ভবিষ্যদ্বাণী কহিয়াছিলেন, আমার সম্বন্ধে এবং আমার পর আমার বিজেতাদিগের সম্বন্ধেও তদ্রুপ হইয়াছে। আমার পুত্রগণ শৌর্যবীর্যে প্রখ্যাত ছিল, আমার দুর্গসমুহ সমুচ্চ ছিল, আমার প্রাচীরগুলি বৃভিরক্ষিত ছিল, আমার ধনাগার পূর্ণ ছিল, আমার তনয়ারা সুন্দরী ছিল; আমার ভোজোৎসবসমূহে