পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[২]

আমার উদ্দেশ্য অনেকটা সিদ্ধ হইবে সন্দেহ নাই। বঙ্গীয় পাঠকবর্গের উপকারার্থে বরদাবাবু নিজ ব্যায়ে এই গ্রন্থ প্রকাশ করিতেছেন, এজন্য আমি তাঁহার নিকট চিরকৃতজ্ঞতাপাশে আবদ্ধ রহিলাম। বলা বাহুল্য, রাজা বাহাদুর যে দয়া করিয়া আমাকে তাঁহার মূল গ্রন্থ অনুবাদ করিবার অনুমতি প্রদান করিয়াছেন, তজ্জন্য আমি তাঁহার নিকট অচ্ছেদ্য কৃতজ্ঞতাপাশে আবদ্ধ আছি।

 উপসংহারে বক্তব্য এই যে, আমার কার্য্য আমি করিয়াছি, বরদাবাবুর কার্য্য বরদাবাবু করিলেন। এক্ষণে বঙ্গীয় পাঠকগণ আপনাদের কর্তব্য পালন করিলেই চরিতার্থ হইব।

কলিকাতা।
“বঙ্গবাসী” কার্য্যালয়।
২৫ শে বৈশাখ, ১৩১৪
শ্রীসুবল চন্দ্র মিত্র।