পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৮
কলিকাতার ইতিহাস।

৫,৪২,৬৮৬ স্থির হইয়াছিল; কিন্তু এই সংখ্যার মধো বন্দরের, কেল্লার এবং পরে যে উপনগরাংশ নব-নিউনিসিপাল-বিধি-অনুসারে ইহার সহিত সংযোজিত হইয়াছে, তাহার লোকসংখ্যা করা হয় নাই! এইচ, জে, রেইনি সাহেব কলিকাতার এইরূপ বর্ণনা করিয়াছেন—“কলিকাতা নিম্ন, প্রশস্ত?, সমতলভূমি; জোয়ারের জল সর্বোচ্চ যে সীমায় উঠে, তাহা অপেক্ষা ঈষৎ মাত্র উন্নত, এবং গঙ্গানদীর দ্বীপের নিম্নতর অংশের মধ্যে অবস্থিত ফোর্ট উইলিয়াম দুর্গে ভূতলে ছিদ্র করি। অভ্যন্তরভাগের অবস্থা পরীক্ষা করিবার নিমিত্ত ১৮৩৫-৪০ অব্দে নিয়োজিত কমিটির সংক্ষিপ্ত বিবরণীতে এইরূপ লিখিত আছে;— পার্বত্য স্রোতস্বতীসমূহের গর্ভে যেরূপ সূক্ষ্ম অঙ্গার পাওয়া যায়, ৩৯২ ফুট নিয়ে সেইরূপ কয়েক খণ্ড অঙ্গা ও কয়েক টুকর। গলিত কাষ্ঠ বালুকা হইতে বাছিয়া তোলা হইয়াছিল, এবং ৪০০ ফুট নিম্ন হইতে একখণ্ড চুর্ণ প্রস্থর উত্তোলিত হইয়াছিল। ৪০০ হইতে ৪৮১ ফুটের মধ্যে, সাগরতট যেরূপ বালুকা পাওয়া যায়, সেই রূপ সূক্ষ্ম বালু। এবং তাহার সহিত সমধিক পরিমাণে মিশ্রিতভাবে, প্রাথমিক শিলার ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে গঠিত শিঙ্গল (উপলবিশেষ), শিলা-স্ফটিক, ফেসপার (স্ফটিকবৎ খনিজ-বিশেষ), মাইকা (এক প্রকার খনিজ পদার্থ), শ্লেট পাথর ও চূর্ণ প্রস্তর প্রচুর ছিল, আর এই স্তরেই ছিদ্র সমাপ্ত হইয়াছিল। এই স্কুল পরস্পর প্রোথিত-প্রস্তরখণ্ড-রচিত শৈলের গভীরতা নিশ্চিতরূপে অবধারিত হয় নাই, কিন্তু অনেকে অনুমান করেন, ইহা অধোদিকে ৮ ফুট বিস্তৃত; তাহাতে স্পষ্টই বুঝা যাইতেছে যে, ইহার সন্নিধানে উচ্চ পর্বত আছে, এবং বোধ হয়, ক্রমে ক্রমে তাহা বসিয়া