পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০
কলিকাতার ইতিহাস।

সমাজে সেরূপ নহে। ইংরেজজাতি আপনাদের দেশাচারের দাস। ইংরেজ-সমাজে দেশাচারের আধিপত্য কিরূপ গভীরভাবে বিস্তৃত, তাহার যথাযথ বর্ণনা করিয়া জনৈক লেখক কোনও সাময়িক পত্রে লিখিয়াছেন;—ইংরেজ ভূমণ্ডলের যেখানেই গিয়াছেন, সেই খানেই তিনি আপনার দেশাচারটিকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছেন। তিনি লণ্ডনেও যেরূপ টুপিওয়ালা, কলিকাতাতেও সেইরূপ টুপিওয়ালা। এ বিষয়ে ব্যাটেভিয়ার ওলন্দাজের সহিত তাঁহার সুন্দর সাদৃশ্য আসে, ব্যাটিভিয়ার ওলন্দাজেরা জলার মধ্য দিয়া খাল বা দুর্গন্ধময় পয়ঃপ্রণালী সকল খনন করিয়াছে, কেন না আমষ্টার্ডাম নগরে খাল ও পয়ঃপ্রণালী আছে—তাহার ফল হইল মহামারী জ্বর, সুতরাং দেশীয়দিগের তরবারি অপেক্ষা খালেই জাবাদ্বীপে অধিকসংখ্যক ওলন্দাজের প্রাণসংহার করিয়াছে। আমরা দেখিতে পাই, ১৭৮০ অব্দে কলিকাতর লোকদিগকে এইরূপ সতর্ক করা হইয়াছিল-সম্প্রতি অনেকগুলি আকস্মিক মৃত্যুঘটনা হইয়াছে, অতএব যতদিন গ্রীষ্ম থাকিবে, ততদিন ভদ্রলোকেরা যেন অতিরিক্ত আহার না করেন; কোনও ভারত-বাণিজ্য-রত বড় বড় জাহাজের ডাক্তার খানার সময় আকণ্ঠ গোমাংস ভোজন করিয়া রাস্তায় পড়িয়া মরিয়াছিল; সে দিন তাপমান যন্ত্র ৯৮ দাগে উঠিয়াছিল।

 সে সময়ে ভাল ডাক্তারও পাওয়া যাইত না। আমাশয় রোগের চিকিৎসা-প্রণালী ইতঃপূর্বেই উল্লিখিত হইয়াছে। পাদরী লঙ সাহেব বলেন, তখন কলিকাতায় দুইজন ডাক্তার ছিলেন। তাঁহারা প্রত্যেকে বার্ষিক ২৫ পাউণ্ড (২৫০) টাকা বেতন পাইতেন, তবে অন্যান্য কর্মচারীর ন্যায় তাঁহাদেরও কতকগুলি দ্রব্যে শতকরা