পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ অধ্যায়।
৬৩

ঔষধের বড় বটিকা ১ এক টাকা, ইত্যাদি ইত্যাদি। বর্তমান সময়ে কাহারও অমূল্য জীবন রক্ষা করিতে হইলে তাহাকে সর্ব- স্বান্ত হইতে হয়, থালা ঘাট বাটী বাধা দিতে হয়। আধুনিক কবিরাজ মহাশয়েরাও ইউরোপীয় প্রণালীর চিকিৎসা ব্যবসায়ী ডাক্তারদিগের ন্যায় প্রত্যেক বার রোগী দেখার দর্শনী লইয়া থাকেন। ইহঁদের ঔষধের মূল্য এরূপ অত্যধিক যে, ইহারা কি প্রণালীতে যে মুল্য নির্ধারণ করেন, তাহা স্থির করিতে বুদ্ধি শুদ্ধি লোপ পায়। পুৰ্বকালে—অবিক দিনের কথা নহে, ৫০ বৎসর পূর্ব্বেও দেশীয় কবিরাজের পরিমিত মত অর্থ লইতেন এবং তাহাও নিতান্ত মমতাশূন্যভাবে লইতেন না। আমাদের সমাজের ইতর ভদ্র সকল শ্রেণীর প্রতিই তুলারূপ দয়ামায়া, স্নেহমমতা ছিল বলিয়া তাহারা যথোচিত সম্মান ও শ্রদ্ধাভক্তির পাত্র ছিলেন। লোকে তাহাদের বিদ্যাবুদ্ধির ও চিকিৎসা-নৈপুণ্যেরও যথেষ্ট সুখ্যাতি করিত; আজ পর্যন্ত কেহ তাহাদিগকে অতিক্রম করা দূরের কথা, তাহাদের সমকক্ষও হইতে পারেন নাই। কিন্তু দুঃখের বিষয় এই যে, সকল বিষয়েই প্রাচীন প্রথা শীঘ্র শীঘ্র তিরোহিত হইতেছে, এবং সকল দিকেই নব নব প্রথা লোকের উপর চাপিয়া বসিতেছে।

 বলা বাহুল্য যে, স্বাস্থ্যসম্বন্ধীয় যথোচিত ব্যবস্থার অভাব এবং মৃত্তিকাস্থিত নানাপ্রকার দূষিত পদার্থ কলিকাতার মৃত্যুসংখ্যা বহুপরিমাণে বর্ধিত করিয়াছিল। যে পাকা জ্বরের বিষয় পূর্বে লিখিত হইয়াছে, অনেকে অনুমান করিতেন, কলিকাতার মধ্যে সর্ব্বত্র যে ভয়ানক জঙ্গল এবং পচ! পুকুর ও ঝিল বিদ্যমান, তাহাই ঐ জ্বরের প্রধান কারণ। কেবল পশুদের কেন, মনুষ্যদের