পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৮
কলিকাতার ইতিহাস।

নিষেধ করেন। এরূপ নিষেধাজ্ঞা প্রচার আবশ্যক হইয়া উঠিয়াছিল, কারণ অনেক লোকই তাহাদের অনুমতি না লইয়া গৃহ, পুষ্করিণী ও প্রাচীর নির্মাণ করিত। এতাদৃশ অবস্থায় ইংরেজ-শাসনকর্ত্তাদিগের কলিকাতার স্বাস্থ্যোন্নতির প্রয়াস যে কতদূর প্রশংসনীয়, তাহা বলিয়া শেষ করা যায় না। স্বাস্থ্যসম্বন্ধীয় আধুনিক ভাবসমুহ যে পাশ্চাত্য-দেশ সম্ভুত, তাহাতে সন্দেহ নাই; সুতরাং স্বাস্থ্যবিধানের বর্তমান উপায়াবলী ও যন্ত্রাদিও পাশ্চাত্য জগতের আবিষ্কৃত। কলি- কাতার শ্রীবৃদ্ধিসাধনার্থ ইংরেজরা যে প্রভূত অয়াস স্বীকার ও অর্থ- ব্যয় করিয়াছেন, তাতে ইহার প্রাকৃতিক অবস্থাও দৃশ্য সম্পূর্ণ পরি- বর্তিত হইয়া গিয়াছে। ইংরেজদিগের প্রথম আমলে যে সকল শাসন- কর্তা কলিকাতার উৎকর্ষবিধানকল্পে সুধারাসম্মত প্রণালীমে যত্ন- ক্লেশ স্বীকার করিয়াছেন, তন্মধ্যে মাকুইস অব ওয়েলেসলির নাম সবিশেষ উল্লেখযোগ্য। তিনি দেশীয় ও ইউরোপীয় উভয় শ্রেণীর কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিকে লইয়া একটি কমিটির সংগঠন করেন। সেই কমিটি শ্রীবৃদ্ধিসাধনের প্রণালী নির্দেশ করিয়া যে


    উন্মুক্ত করিয়া সৱল করেন এবং তাহাদের বিস্তার বর্ধিত করেন। কমিটি বড় বড় রাস্তা ও ছোট পাদচরণপথের নির্মাণ এবং পুষ্করিণীসমুহের খনন ও তৎপার্শ্বে ইষ্টবরেচিত অনুচ্চ স্তম্ভবৃতির নির্মাণ দ্বারা ময়দানের শ্রীবৃদ্ধিসাধন করেন। ষ্ট্রাণ্ডরোডও কমিটি কর্তৃক নির্মিত হয়। কমিটি কলুটোল ষ্ট্রীটর আমহার্টস্ট স্ট্রীট, ও মির্জাপুর স্ট্রীট এই তিনটি বাস্তৱ জরিপ ও স্থান নির্ণয়াদি করিয়া ঠিকঠাক করিয়া দিয়ছিলেন এবং মির্জাপুর ট্যাংক ও সুরতিবাগান ট্যাঙ্ক নামক দুইটী পুষ্করিণী ও শার্টের বাজারের কয়েকটা পুষ্করিণীও খনন করিয়াছিলেন। মুক্তি লা. রি-কমিটি কয়েকটি রাস্তা পাকা কমিয়া বাঁধাইয়া দিয়াছিলেন ও অনেকগুলি রাস্তায় জল দিবার ব্যবস্থা করিয়াছিলেন। রাস্তায় জল দিবার। চাঁদপালের ঘাটে একটা কলও স্থাপিত হইয়াছিল।