পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৮
কলিকাতার ইতিহাস।

ছিলেন। দক্ষিণ ভারতবর্ষ কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। দক্ষিণাঞ্চলে বিজয়নগরের হিন্দুরাজাই সর্ব্বাপেক্ষা ক্ষমতাশালী ভূপতি ছিলেন। তিনি দক্ষিণ ভারতের একপ্রকার মণ্ডলেশ্বর ছিলেন, এবং তাহার ক্ষমতা তৎকালে দিল্লিশ্বরের ক্ষমতা অপেক্ষাও অধিক ছিল।

 ভাস্কো ডা গামা মালাবার উপকূলে কয়েক মাস থাকিয়া জামোরিন উপাধিধারী কালিকটরাজের নিকট হইতে এক পত্র লইয়া স্বদেশে প্রবৃত্ত হলেন, এবং কলম্বাসের ন্যায় তিনিও মহাসমাদরে ও আড়ম্বরে অত্যথিত হইলেন। পর্ত্তুগীজবাসীরা অদম্য উৎসাহ উদ্দীপিত হইয়া উঠিল। পর্ত্তুগীজেরা তৎকালে কেবল সামান্য বণিক ছিল না; ধন বা খ্যাতি অর্জনের নিমিত অথবা বাহাদুরি দেখাইবার জন্য বিদেশ ভ্রমণ তাহাদের একমাত্র লক্ষ্য ছিল না,পরন্তু তাহারা পৌত্তলিকদিগকে খৃষ্টান করিয়া চতুর্দিকে খৃষ্টধর্ম প্রচারের পবিত্র ব্রতে দীক্ষিত হইয়াছিল। ১৫০৭ খৃষ্টাব্দে ক্যাব্রাল নামক এক ব্যক্তি অক্ষিতাধীন কয়েক খানি জাহাজ সে কজন সহিত প্রেরিত হইল। ইহাদের উপর আদেশ ছিল যে, ইহারা প্রথমে উপদেশ প্রদান করিয়া ধর্ম্ম প্রচারের চেষ্টা করিবে, কিন্তু হতে যদি উদ্দ্যেশ্যসিদ্ধি না হয়, তাহা হইলে তরবারি প্রয়োগ করিতে কুণ্ঠিত হইবে না। ইতোমধ্যে পর্ত্তুগালের রাজা ১৫০২ অব্দে পোপের নিকট হইতে সে সনদ প্রাপ্ত হইলেন, তদ্দ্বারা পোপ তাঁহাকে সমুদ্রে নৌচালন, দিগ্বিজয় এবং ইথিওপিয়া, আরব, পারস্য ও ভারতবর্ষে বাণিজ্যের সর্ব্বময় প্রভুপদে বরণ করিলেন। এদিকে ক্যাব্রাল নানাপ্রকার ভাগ্যবিপর্যয়ের পর কালিকট ও কোচিনে কুঠি স্থাপন করিলেন। ১৫০২ অব্দে ভাস্কো-