পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮০
কলিকাতার ইতিহাস।

শতাব্দকাল পর্ত্তুগীজরা প্রাচ্য বাণিজ্যে একচেটিয়া অধিকার উপভোগ করিয়াছিল। জাপান ও স্পাইন দ্বীপপুঞ্জ হইতে লোহিত সাগর ও উত্তমাশা অন্তরীপ পর্যন্ত তাহারাই প্রাচ্য ধনরত্নের একমাত্র স্বামী ও বিধাতা ছিল; ওদিকে আবার আফ্রিকায় আটলাণ্টিক মহাসাগরের উপকূলস্থ ও ব্রাজিল দেশস্থ অধিকারগুলি তাহাদের সামুদ্রিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তাহাদের অধঃপতনের কারণ সম্বন্ধে সার উইলিয়াস হুণ্টার এইরূপ লিখিয়াছেনঃ-

 “পরন্তু এরূপ সম্রাজ্য রক্ষা করিতে হইলে যাদৃশ রাজনৈতিক শক্তি ও ব্যক্তিগত চরিত্রব থাকা অশ্যক, পর্ত্তুগিজদিগের তাহার কিছুই ছিল না। স্বদেশ মুরগিদের সহিত সংগ্রামে তাহাদের জাতীয় চরিত্র গঠিত হইয়াছিল। তাহারা প্রকৃতপক্ষে পণ্যজীবী বণিক ছিল না; তাহার অবমানান্বেষী বীর ও ধর্মযোদ্ধা ছিল এবং অন্য ধর্মাবলম্বিমাত্রকেই পর্তুগালের ও খৃষ্টে শত্রু জ্ঞান করিত। তাহাদের পূর্ব্বে ভারতীয় ইতিহাস কিরূপ ঘোর ভ্রমান্ধতাপূর্ণ কুসংস্কার ও নিষ্ঠুতায় কলঙ্কিত, তাই যাঁঁহারা তাহাদর তৎকালীন দিগ্বিজয়ের বিবরণ পাঠ না করিয়াছে, তাহারা উপলব্ধি করিতে পারিবেন না। ••••••••• পর্ত্তুগীজেরা কোনও কালই কোম্পানি স্থাপনের চেষ্টা করে নাই, তাহারা তাদের প্রাচ্য বাণিজ্য রাজকীয় অবদান ও একচেটিয়া অধিকারস্বরূপে রক্ষা করিত।” ভারতবর্ষের মধ্যে পশ্চিম উপকূলস্থ গোয়া, ডমন ও ডিউ কেবল এই তিনটী স্থান এক্ষণে পর্তুগীজদিগের অধিকারে আছে। আর পর্ত্তুগীজ জাতি হতে উৎপন্ন ফিরিঙ্গি নামক সঙ্কর জাতি ক্যানিং ষ্ট্রীটি বা মুরগীহাটা ও চিনাবাজার অঞ্চলেই বাস করে। ইহাদের