পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম অধ্যায়।
৮১

অধঃপতনের কথা ভাবিলে মন বিষাদসাগরে নিমগ্ন হয়। ইংরেজরা কলিকাতায় বসতি স্থাপন করলে ইহারা কেরাণীর কাজ করিত, কিন্তু ইহারা আপনাদের কর্ত্তব্যকর্ম্ম এমন জঘন্যভাবে সম্পাদন করিত যে, ডিরেক্টর সভা তাহার যথেষ্ট নিন্দা করিতে বাধ্য হন। ইহারা খানসামা ও গোলাম রূপে নিযুক্ত হইত। ইহাদের মধ্যে অনেকে দস্যুতা ও বোম্বটেগিরি ব্যবসায় অবলম্বন করিয়াছিল। সেই অধঃপতনের দিনে উহারা ভবঘুরে ভাবে ঘুরিয়া বেড়াইত এবং শান্তিপ্রিয় নিরীহ লোকদিগকে ধরিয়া লইয়া যাইয়া অন্য দেশে বিক্রয় করিত। উহাদের স্ত্রীলোকেরা এক্ষণে সুসভ্যা ইংরেজমহিলাদিগের আয়া হইয়া তাঁহাদের সেবা করিতেছে। লোকে বলে, যেJanala (জানালা) Caste (জাতি), Ormyound (অঙ্গন) প্রভৃতি কথাগুলি পর্ত্তুগীজ ভাষা হইতে উৎপন্ন অথবা তাহাদের দ্বারা প্রবর্ত্তিত।

 বাবু রামকমল সেনের মতে ইংরেজরা ১৬২০ খৃষ্টাব্দে বা তৎসমকালে বাঙ্গালায় প্রথম আগমন করেন। তাঁহারা তাঁহাদের প্রথম বসতিস্থান গোবিন্দপুর ও সূতানুটীতে উপস্থিত হইলে, দেশী লোকেরা তাঁহাদের কথা বুঝিতে পারত না বলিয়া তাঁহাদের নিকট যাইতে সাহস পাইত না, কাজকর্ম্ম অনেকটা অঙ্গভঙ্গিতে ও সঙ্কেত ইশারায় সম্পন্ন হইত। বসাক বা শেঠেরা সে সময়ে বড় বংশ বলিয়া প্রসিদ্ধ ছিলেন; তাঁহারা নানাপ্রকার খুচরা কাপড়চোপড়ের কারবার করতেন। ইংরেজরা তাঁহাদিগকে একজন দু-বাস (অর্থাৎ দোভাষী) পঠাইয়া দিতে বলেন, কারণ এই শ্রেণীর লোক দ্বারা মান্দ্রাজে বেশ কাজ চলিয়াছিল। বসাকেরা ইংরেজদিগের কথার প্রকৃত মর্ম্ম বুঝিতে না পারিয়া মনে করিলেন,