পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৬
কলিকাতার ইতিহাস।

ধানে বলিয়াছেন, মহারাজ, নবকৃষ্ণের সময়ে[১] কলিকাতায় ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, কলু ও অন্যান্য জাতির সর্বশুদ্ধ ৩০০০ ঘর লোকের বাস ছিল।

 আমরা এক্ষণে কলিকাতায় বিভিন্ন অংশের উৎপত্তি ও নামকরণ সম্বন্ধে দুই চারি কথা বলিবার চেষ্টা করিব। জনৈক লেখক বলেন, “সার্কুলার রোডে প্রফুল্লচিত্ত যুবকগণ স্বাস্থ্য-রথে আরোহণ করিয়া, আরামদায়ক সুগন্ধি প্রভাত-সমীরণ সেবন করিত। জনৈক মুসলমানের নাম হইতে ‘আলিপুর” নামটি উৎপন্ন। আলিপুর সেতুর নিকট ‘বিনাশতরু’ নামে অভিহিত দুইটি গাছ ছিল। ঐ বৃক্ষতলে হেষ্টিংস ও ফ্রান্সিস দ্বন্দ্বযুদ্ধে পরস্পরের প্রতি পিস্তল ছুড়িয়াছিলেন। সার ইলাইজা ইম্পের পার্ক[২](প্রমোদ কানন) হইতে পার্ক প্লট নামের উদ্ভব। অপজন সাহেবের ১৭৯৯ সালের কপি, কলিকাতার মানচিত্রে উহা রেরিয়েল গ্রাউণ্ড রোড়, (গোরস্থানের রাস্তা) নামে পরিচিত ছিল। হলওয়েল সাহেব ১৭৫০ অব্দে বলিয়া ছিলেন যে, চৌরঙ্গী রোড কালীঘাট ও ডিহি কলিকাতায় যাই-


  1. মহারাজা নবকৃষ্ণ, লর্ড ক্লাইভ ও ওয়ায়েণ হেষ্টিংসের সময়ে জীবিত ছিলেন।
  2. সার ইলাইজা ইম্পের প্রমোদকানন পশ্চিমে চৌরঙ্গী বোড় হইতে উত্তরে পার্ক ষ্ট্রীট পর্যন্ত বিস্তৃত ছিল, এবং যেস্থান এক্ষণে মিডলটন প্লট নামে খ্যাত, ঐস্থানের উপরিস্থ দুই সারি গাছের মধ্য দিয়া তাঁহার বাড়ী হইতে পা দুটি পর্যাপ্ত একটি পথ ছিল; উহার চতুর্দিকে সুন্দর প্রাচীর এবং সমুখে একটা পুষ্করিণী ছিল; এক দল সিপাহী প্রহরী বাড়ী ও বাগানের চতুর্দ্দিকে রাত্রিকালে বুঝিয়া পাহারা দিত এবং সময়ে সময়ে বন্দুক ছুড়িয়া ডাকাতদিগকে ভয় দেখাইত।