পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম অধ্যায়।
৮৭

বার রাস্ত; সে সময়ে ঐ স্থানে একটি বাজার বসিত। ১৭৯৪ সালে, উত্তরে ধর্ম্মতলা হইতে দক্ষিণে বৃজিতলা এবং পশ্চিমে সাকুলার রোড হইতে পূর্ব্বে ময়দান পর্যন্ত এই চতুঃসীমার মধ্যে চৌরঙ্গীতে ২৪ টী বাড়ী দেখাইয়াছেন। লর্ড কর্ণওয়ালিসের সময়ে তিনি চৌরঙ্গীতে অতি নংখ্যক বাড়ীই দেখিয়াছিলেন; তৎকালে কোম্পানীর অধিকারের এক তৃতীয়াংশ জঙ্গলাকীর্ণ ও বন্য পশুর বাসস্থান ছিল।

 ধর্ম্মতলার যেস্থানে এক্ষণে কুক কোম্পানির আস্তাবল (অগশালা) অবস্থিত, ঐ স্থানে পূর্ব্বে একটী বৃহৎ মসজিদ ছিল। মসজিদের জমি ও তৎসন্নিহিত সমস্ত ভূমি ওয়ারেন হেষ্টিংসের জমাদারের জাফর নামক এক ভক্ত মুসলমানের সম্পত্তি ছিল। ঐ মসজদ এক্ষণে নাই, কিন্তু পূর্ব্বে উহা অত্যন্ত প্রসিদ্ধ ছিল। যে কারবালা-উৎসব উপলক্ষে সহস্র সহস্র মুসলমান মিলিত হইয়া এক্ষণে সারকুলার রোডে সমবেত হয়, পূর্ব্বে তাহা ঐ মসজিদের নিকট ভূমিতে সমবেত হইত; সুতরাং স্থানটা অতি পবিত্রস্বরূপে বিবেচিত হইত। এই জন্যই এ স্থানের নাম ধর্ম্মতলা হয় এবং উহার নামানুসারে সমস্ত রাস্তাটা ধর্ম্মতলা ষ্ট্রীট নামে খ্যাত হয়।

 গার্ডেন রীচ একটী প্রাচীন স্থান। জেনারেল মার্টিন বলিয়াছেন, ১৭৬০ সালে তথায় ১৫টি বাড়ী ছিল। ‘ সায় উইলিয়াম জোন্স ঐ স্থানে একটী বাঙ্গায় থাকতেন। খিদিরপুরকে ইংরেজীতে 'কিডারপুর' বলে। কর্ণেল কিড নামক একজন সাহেবের নাম হইতে ঐ নামের উৎপত্তি।

 হলওয়েল সাহেবের সময়ে লালবাজার একটা প্রসিদ্ধ বাজার বলিয়া পরিচিত ছিল। বিবি কিণ্ডাসলি বলেন, ১৭৬৮ সালে