পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৪
কলিকাতার ইতিহাস।

১৭৩৭ সালের প্রবল ঝড় ভাঙ্গিয়া পড়িয়াছিল। সুপ্রসিদ্ধ ধনপতি ও কুঠিয়াল উমিচাঁদ রাজা অপেক্ষাও মহাড়ম্বরে কলিকাতায় বাস করিতেন। তাঁহার ভবন রাজপ্রাসাদের ন্যায় বিবিধ বিভাগে বিভক্ত ছিল। কলিকাতার অধিকাংশ ভাল ভাল বাড়ীই তাঁহার সম্পত্তি ছিল। ১৭৫৭ অব্দে কলিকাতা অবরোধকালে নবাব সিরাজুদ্দৌল্লা উমিচাঁদের বাগানে শিবির সন্নিবেশ করিয়া প্রধান আড় স্থাপন করিয়াছিলেন। ঐ স্থান এক্ষণে হালসি বাগান নামে খ্যত।

 শোভাবাজারে মহারাজ নবকৃষ্ণের দুইটি বাসভবন ছিল; সে দুইটীই সুন্দর রচনাপ্রণালী এবং মনোহর শোভা, সাজসজ্জা ও ঐশ্বর্য্যাড়ম্বরের জন্য, খ্যিাত ছিল। শম্ভুচন্দ্র মুখোপাধ্যয় মহাশয়ের মতে ঐ দুইটী বাটীই প্রাচ্যদেশবাসীদিগের বিবেচনায় প্রসাদময়ী নগরী আখ্যাধারিনী মহানগরীতে প্রকৃত প্রসাদ-সোধের আদর্শ। চিংপুরে বাঙ্গালার নায়েব দওয়ান মহম্মদ রেজা খাঁর একটী বাটী ছিল। উনবিংশ শতাব্দীর প্রারম্ভে মহীশুরের টিপুসুলতানের বংশধরেরা টালিগঞ্জে আসিয়া বাস করেন এবং উক্ত শতাব্দীর মধ্যভাগে অযোখার নবাব-বংশ খিদিরপুরের দক্ষিণস্থ মাটিয়াব্রুজে আসিয়া বাস করিলেন। রাজা রামমোহন রায় আমহার্স্ট ষ্ট্রীটে থাকিতেন। দেওয়ান কাশীনাথের বাসভবন বড়বাজারের নিকটর্ত্তী কোনও স্থানে ছিল। সাধুশীল বণিক ও লক্ষপতি বলিয়া বিখ্যত বাবু বৈষ্ণবচরণ শেঠের বাড়ী বড় বাজারে ছিল গৌরী সেনের বাড়ীও বড়বাজরে ছিল। গৌরি সেন মুক্তহস্ত। মহাপুরুষ বলিয়া প্রসিদ্ধ ছিলেন। যে সকল অসমর্থ ঋণশোধে অসমর্থ হইয়া জেলে যাইত, গৌরীসেন তাহাদের ঋণ পরিশোধ করিয়া তাহাদিগকে কারামুক্ত করিতেন। যাহারা কোনও সৎকার্য্যের