পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ιηο বিশেষ কাকুতিমিনতি সহকারে বারম্বার ক্ষম। প্রার্থনা করাতে সন্ন্যাসী উত্যক্ত হইয়া কুটীরে অগ্নিপ্রদান করতঃ হিমালয়ের দিকে অগ্রসর হয়েম। যুবাও র্তাহার পশ্চাতে ছুটতে থাকে ; কিছুদূর গেলে তিনি তাহাকে পশ্চাদ্ধাবমান দেখিয়া রোষকষা য়িতলোচনে মুদীর্ঘ লৌহচিমটা উত্তোলন করত; গড়া করেন s কাজেই যুবা বেচারী প্রতিনিবৃত্ত হইতে বাধ্য হয়। সন্ন্যাসীকে আর কখন অমৃতসরে দেথা যায় নাচ । ( 3 )

  • নূ্যনাধিক পয়ত্রিশ বৎসর হইল, ভারতের কোন স্থানে একটা নূতন ছাউনী + বসিতেছিল। পণ্টনের কৰ্ম্মচারিগণ অর্থাৎ কাপ্তেন, কর্ণেল প্রভৃতি আপনাপন বাংলা নিৰ্ম্মাণ জন্য সরকার হুইতে অর্থ সাহায্য প্রাপ্ত হ’ম । তিনি জন অফিসর * তাছাদের বাসোপযোগী গৃহের জন্য একটা স্থান নির্দেশ করেন। গৃহারম্ভের পূৰ্ব্বে জনৈক চারাচ্ছাদিত মলিনকায় ফকির তাহদের নিকট আসিয়া বারম্বার সবিনয় প্রার্থনা করে যে, উক্ত পবিত্র ভূমিখণ্ড পরিত্যাগ করি। তাছাদের অন্তর গেল ভাল হয়। ইংরাজ সৈনিক পুরুষেরা তাহার কথা “অসঙ্গত--কুসংস্কার” বলিয়৷ হাসিয়া উড়াইয়া দেন। তখন ফকির-বেচারী অত্যন্ত উত্তেজিত ও রুষ্ট্র হইয়া সাহেবজ্রয়কে শাপ দেয় যে, তাহার প্রত্যেকে অপঘাতুমূতুতে নিধনপ্রাপ্ত হইবেন এবং তাছাদের दाँ१त्नी निश्ले झुशेष्द ।
  • "Nature's m: steries"—by A. P. Sinnet gệts fệrz
  1. Military Cantonment, # Officer