পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ। অবসাদ আসি পুনঃ ভারতে ঘিরিল, ক্রমে লোক সমাচ্ছন্ন অজ্ঞান-মোহেতে, বুদ্ধের পবিত্র-শাস্ত্র বিকৃত করিল, ঘোর-নাস্তিকতা-ভয় হইল দেশেতে ধৰ্ম্মরাজ্যে উপস্থিত বড়ই বিপ্লব ;

  • ঈশ্বরের নাম বুঝি বিলুপ্ত হইল । ভগবস্তুক্ত ভয়াকুল-চিত্ত সব,

উচিত-বিধান-ভার শঙ্কর লইল । শঙ্কর অদ্বৈতবাদ করিয়ে প্রচার • বৌদ্ধ-নাস্তিকতা নাশ করিতে লাগিল ; কি” নামক ভ্রমণবৃত্তান্ত প্রচার দ্বারা ইতিহাসের বিশেষ সাহায্য করিয়া গিয়াছেন। তাছার পরে সপ্তমশতাব্দীর মধ্য-ভাগে হিউয়েন্থসাং আগমন করতঃ নুনাধিক দ্বাদশ বর্ষকাল ভারতের নানাপ্রদেশ পরিভ্রমণ করিয়া যান। ইহার পর্যাটন-কাহিনীও অতি মূল্যবান । এই দুষ্ট মহাত্মার প্রচারিত সম্বাদ দ্বারা জানা যায় যে, তাহদের সহিত মিথ্যাবাদী ভারতবাসীর সাক্ষাৎ হয় নাই, এবং তাহার দেশের কোথাও এমন দেখেন নাই, যে লোকে গৃহদ্বার রুদ্ধ করিয়া রাত্রিতে নিদ্রা যায়, অর্থাৎ চোরের ভয় আদে ছিল না। এই দুই জন ব্যতীত বৌদ্ধপ্রভাবকালে আরও ছাপ্পান্ন জন চীন পরিব্রাজক ভারতের বৌদ্ধতীর্থসমূহ দর্শন করিতে আইসেন । পাঠক! তুলনা করিয়া দেখুন, অবনতির পথে আমরা কোথায় আসিয়া পড়িয়াছি ! ! !