পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । তাহারে পরাস্ত করে হেন সাধা কা’র ? অচিরে বিপক্ষগণ নিরস্ত হইল । কুমারিক-অন্তরীপ হ’তে হিমাচল অবাধে অদ্বৈতবাদ হ’ল প্রচারিত, আর্য্যধৰ্ম্ম-তত্ত্বমৰ্ম্ম সকলে বুঝিল— গুঢ়বৈজ্ঞানিক-সত্যস্রোত্র প্রবাহিত। অস্তগামী-সূৰ্য্য যথা গোধূলির-কালে ছড়া'য়ে কিরণজাল যা’ন হাসি’-হাসি’ সমপিয়ে নিজরাজ্য তিমির-করালে মহাবল-কালচক্র-মহিমা প্রকাশি’ সেই ভাবে অস্তমিত আচার্য্য-রতন বৈজ্ঞানিক-ধৰ্ম্ম-জ্যোতি বিকীর্ণ করিয়া ; যৌবনের শেষে মাত্র করি’ পদার্পণ, দুঃখিনী ভারতে পুনঃ দুঃখে ভাসাইয়া । ডুবিল শঙ্কর-রবি নিবিল আলোক, —দপ্‌ করি জ্বলা আর অমনি নির্ববাণ । ভারত মাতার হৃদে পশিল যে শোক গভীরতা তা’র যেন সমুদ্র-সমান । শঙ্কর-প্রতিভা-তেজে গেল যে সময়, সামান্য সে ক’টা দিন দেখিতে দেখিতে ফরাইল যেন স্বপ্ন অতি সুখময়,— @ 義 আকাশে-বিদ্যুৎ-সম নাচিতে-নাচিতে ।