পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । Y } অবন্তি গৌরব-সাক্ষী বৃদ্ধ মহাকাল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ * মধ্যে শোভমান, মন্দির-প্রশঙ্গনে র্যা’র আদি রঙ্গশাল, —কৰি ভবভূতি-কীৰ্ত্তি-অভিনয়-স্থান + সার বিরাজেন সেথা ভীমা মহাকালী,ঃ তাল আর বেতাল র্যা’র প্রহরী দু’জন, ক্ষিপ্রাতটে যাহাদের মুরুতি বিশালী 8 অদ্যপি ত্ৰাসিত করে দর্শক-নয়ন । 肇 সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনস্থ উজ্জয়িন্তাং মহাকালমোস্কারমমরেখরে কেদারং হিমবৎপৃষ্ঠে ডাকিন্যাং ভীমশঙ্করম বারাণস্তাঞ্চ বিশ্বেশং ত্র্যম্বকং গৌতমীতটে বৈদ্যনাথং চিতাভূমে। নাগেশং দারুকাবনে সেতুবন্ধেতু রামেশং মুষ্মেশঞ্চ শিবালয়ে । + ভবভূতিপ্রণীত উত্তররামচরিত নাটক এই থানে অভিনীত ছয়, এইরূপ কথিত ষে ভারতবর্ষের উহাই প্রথম থিয়েটার । † মহাকালীর প্রত্যথ পূৰ্ব্বে নরবলি হুইত, তাহার নিদর্শন স্বরূপ কয়েকটা শ্বেত প্রস্তরনিৰ্ম্মিত নরমুগু অদ্যাপি মন্দিরদ্ধারে প্রদর্শিত । কিম্বদন্ত কবি-কালিদাস এই খানে সিদ্ধিলাভ করেন । ৪ কালী-মন্দিরের সন্মুখস্থ ক্ষিপ্রার বাধাঘাটের উভয় পার্শ্বে ভাল-নেতালের দুইটা ভীষণ মুরত দেখিতে পাওয়া যায়। জন শূন্য-স্থানে ঐরুপ দৃপ্ত দর্শকের মনে ভয় সঞ্চার না করিবে কেন ?