পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । ళి বিচ্ছিন্ন-ভারতে বহু ক্ষুদ্র-সম্প্রদায়, লিঙ্গী, ধৰ্ম্মধবজী, শঠ, নিতান্ত-অসার । শম-দম-চর্চা কোথা গেল চলি’, হায় ! কৈতব-কপটভাব সৰ্ব্বত্র প্রচার । রত বাহ-অনুষ্ঠানে, বহিমুখী মন ; অন্তরের-নিষ্ঠা, ভক্তি, সরল সাধনা, পরার্থপরতা, পুণ্য, সব বিসর্জন । -—মুদ্র-স্বার্থ-চিস্তা, নীচ-জঘন্য-ভাবনা। এইভাবে চিরদিন চলিতে না পারি ; নিম্নতর দুরবস্থা ঈশ্বর-আদেশ, —বহুদু:খ পেতে হবে ভারতবাসীরে, স্বাধীনতা হারাইয়া নানাবিধ-ক্লেশ । নন্দ-হ’তে-মন্দতর, উত্তমাদুত্তম, অনিবাৰ্য্য-গতি দৃষ্ট সংসার-মাঝারে ; এক-ভাবে-স্থির নাই কুত্ৰাপি নিয়ম, —পূৰ্ব্বেতে, পশ্চিমে, কিম্বা দক্ষিণে, উত্তরে। আগাইতে না পারিলে পিছনে হুটা’বে, দাড়াইয়া ভাবিবার নাহিক বিধান, প্রকৃতির হাতে প্রাণ বিসজ্জিতে হবে । শত-পদ-তলে পড়ি পিপীড়া-সমান । ক্ষুদ্র ক্ষুদ্র নৃপতিগণ স্ব স্ব প্রধান, কাজেই ভারতের সাম্রাজ্যভাব তিরোহিত । 峰