পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>地 কলিযুগ। অথচ সঙ্গের সঙ্গী মাত্র কয়জন ভক্ত-অনুচর ; শুদু তাঁহাদের বলে বিপক্ষেরে দণ্ড দিতে সতত প্রস্তুত । এ হেন বিশেষ-জীবে কে পারে জিনিতে f অতিক্রম করি বিল্প-বাধা-সমুদয় জয়যুক্ত মহম্মদী-দল অবশেষে । ঈশ্বরের মহিমায় আইল অচিরে, সমগ্র আরব-রাজ্য ইস্লাম-অধীনে । নবীন-ধৰ্ম্মের তেজে নব-সম্প্রদায় ছুটিল চৌদিকে বহুি-স্মৃলিঙ্গের মত ; ধৰ্ম্মের প্রচার সহ রাজ্যের বিস্তার, 蠍 --অসাধ্য-সাধনে সদা-সর্বদা উদ্যত। নবধৰ্ম্মে দীক্ষিত, নবীন বলে বলী, উচ্চ আকাঙক্ষাতে মত্ত-মাতঙ্গের প্রায়, জয়-জয়-রবে ডঙ্কা বাজা’তে লাগিল যে দেশে বাড়ায় পদ যে দিকেতে যায়। অৰ্দ্ধেক-ইউরোপ আর উত্তর-আফ্রিকা অবাধে করিল গ্রাস মোসলেম-প্রবল, -- ব্রহ্মতেজে-তেজীয়ান, ইস্লাম-নির্ভর, বীরদপে উৎসাহিত, ঐশ্বৰ্য্য-বিহবল ৷ মহাবল-পরাক্রান্ত সেই মুসলমান । পুণ্যের প্রতাপ যা’র সহায়-সম্বল,