পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는e কলিযুগ । মুগ্ধ হ’ল সম্রাট বর্ববর-দুষ্টমতি, করিল সবার প্রতি এই অনুমতি,— যে বেদেতে মুসলমান “দীনের” বারতা, এরূপ খোদার গীত, এত উদারতা, সৰ্ববত্র সে বেদ রক্ষা করিবেক সবে, আর না ভারতে কেহ বেদ বিনাশিবে , ধৰ্ম্মে-ধৰ্ম্মে রক্ষা হ’ল বেদের জীবন, ধন্য বুদ্ধিজীবী সেই দরিদ্র ব্রাহ্মণ । বেদ রক্ষা হ’ল যা’র বুদ্ধির কৌশলে সহস্র প্রণাম তা’রে কর সবে মিলে । , কিরূপ শোকের কথা বলে আজ হ’ত সমস্ত ভারত হ’তে বেদ যদি যে’ত । , কালস্রোতে অঙ্গ ঢালি’ পাঠান-মোগল কৰ্ম্মদোষে হারাইল মহম্মদী-বল । ভারতের জলবায়ু আয়েশ-আরাম ভুলাইল বিভিন্নত “হালাল”—“হারাম” অহিফেন-মাদকা দি, নিষিদ্ধ কোরাণে, নিত্য-ব্যবহার্য্য হ’ল মোসলেম-জীবনে । শৌৰ্য্য-বীৰ্য্য গেল চ’লে বিগত সাহস, ব্যসনেতে মত্ত সদ{ কাজেতে আলস । যত-কিছু ছিল গুণ—মহত্ত্ব-প্রতাপ মুছিয়া ফেলিল আসি’ নানাবিধ পাপ