পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । মহীপতি হইবে ভারতে । আশ্চর্য্য, ব্রজ-রাখাল মথুরায় মহীপাল অবহেলে কংসরাজে বধি” হ’ল কৃষ্ণ বাসুদেব কেমনে বল হে দেব ! t i নাই তব মহিমার অবধি ।

কা’র রাজা ক'রে দাও কোন বিশ্ব কোথা লও ; সুর্য, চন্দ্র, নক্ষত্র নিমেষে । উড়াও উড়াও কোথা’ ল’য়ে যাও যেথা সেথা এ অনন্ত অসীম আকাশে । ধিক ! তাহার জীবন ভাবে নাই যেই জন তোমার এ বিচিত্র মহিমা ঃ-— ববর্বর মানব যত করিতেছে অবিরত আপনার অস্তিত্ব গরিমা । সম্মুখে হানন্ত কাল পশ্চাতে অনাদি কাল, “তামি’’ বল ক’দিন এখানে, --