পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 a কলিযুগ । দেবেন্দ্র-সকাশে দীক্ষা, জন্ম বৈদ্য কুলে কেশব আবির্ভত কিছু দিন পরে, মোহিত করিল শিষ্ট-বক্ততা-কৌশলে সার্বভৌমিকতা-বেগে সাৰ্জীয়ে ধৰ্ম্মেরে । নূতন নূতন ভাব দেখা’য়ে ভারতে কেশব দৌড়িল, পাছে পড়িল অনেকে ; দুই দল হ’ল এবে ব্রাহ্মসমাজেতে ; তাহার সমান চলে ভারতে ছিল কে ? বর্ষে বর্ষে উন্নতির সোপানে উঠিল ; আবার কতক লোক ছাড়িল তাহারে, আগা’তে ন পারি পড়ি পশ্চাতে রহিল,— তিন সম্প্রদায় হ’ল বিবাহের পরে । কুচবিহার-বরে যবে কন্যা সমপিল স্বকৃত-নিয়ম ভঙ্গ করিয়া স্ববলে, “ভারতবর্ষীয়” ব্রাহ্ম ক্ষেপিয়া উঠিল ; কতক ছাড়িল তা’রে পৌত্তলিক ব’লে।*

  • কুচবিহার বিবাহের পর কেশবের সমাজের ক্ষতি হইল, কিন্তু তাহার নিজের বিলক্ষণ উন্নতি দেখা গিয়াছিল । এ দারুণ দুঃখ বিপদের অগ্নিতে পুড়িয়া ষে কেশব বাহির হইয়াছিলেন সেই নববিধান-প্ৰবৰ্ত্তক কেশব ভারতবর্ষীয়-ব্রাহ্মসমাজের-নেত। কেশবাপেক্ষ বিলক্ষণ সমুন্নত, একথা বর্তমানে অনেকে এবং ভবিষ্ণুতে সকলেই স্বীকার করিবেন, সন্দেহ নাই । j,