পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8é কলিযুগ ক্রমেতে কেহ প্রচারে নিরীশ্বরবাদ, কেহ বা নাস্তিক সনে লাগায় বিবাদ । আস্তিক পণ্ডিত দেখাইতে সরলতা হ-য-ব-র-ল করিয়ে জ্ঞাপয়ে বারতা, ঈশ্বরের সত্তা তা’র বুঝায় যেরূপে, স্পষ্ট জানা যায়, নিজে মহা অন্ধকূপে ; নানাবিধ কল্পনা স্বজিয়ে মনে মনে বুদ্ধির কৌশলে যায় ভুলা’তে ভুবনে । যখন ধৰ্ম্মের রাজ্যে এত গোলমাল, এরূপ বিষম ভাব সংশয় বিশাল, সে স্থলে উচিত সাধু-বাক্য-সমন্বয়, ভক্তগণে পূজা করা হয়ে সহৃদয় । জীবেরে পবিত্র করি ঈশ্বরে দেখায় নববিধান তুলে নিশান প্রেমের পথে ধায়। নববিধানের কথা অমৃত সমান, ইহলোকে শান্তি দেযু পরে পরিত্রাণ । “বেদ বিভিন্নাঃ স্মৃতয়ে বিভিন্না নাসে মুনির্যস্ত মতং ন ভিন্নম্। ধৰ্ম্মস্ত তত্ত্বং নিভূতং গুহায়াং মহাজনো যেন গতঃ স পন্থা ॥”