পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& © - কলিযুগ । বিবেকী রূপ-সনাতন সম্পদ-ধন, পাছে ফে’লে এ’ল চ’লে ৷ এ কল্প-তরুর তলে, সব পাগলে বসে আছে কুতুহলে। কতু গায়, কভু নাচে, কতু হাসে । কতু কাদে, সবাই মিলে । সে প্রেমের অশ্র দেখে, হাস্য-মুখে, পাগল চন্দ্র-শেখর বলে । চল ভাই ! আমরাও যাই, সবাই সেঠাই যেথায় নবজীবন মিলে ॥ কিন্তু, এক মনের কথা, শুন তবে, বলি কেশব ! তোমায় খুলে । —সুবুদ্ধি বৃহস্পতি, দাববীনাদি,* ছাড়িব না কোমৎ, ৭ মিলে # । এ কথায় রাগ ক’রনা, বিবেচনা, ক’রে দেখ নিরিবিলে । কেমনে ছেড়ে যা’ব কোথা পা’ব তাদের মত প্রেমিক দলে । তবে ভাই মহাশোভা,মনোলোভ, হ’বে তরুর ছায়া-তলে ।

  • Charles Darwin. † Auguste Comte, # John Stuart Mill.