পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । (: 3. যদি এদের তুমি নিতে পার নববিধানীদের দলে ॥ আমি ত হই হে সুখী, সদ। দেখি, কপিলাদি ভক্তদলের, হিন্ত-প্রত্যক্ষবাদের, ন্যায়-কনাদের, নাচি’চে ব্যাস ধরি’গলে । তবে ভাই ! এস সবাই, দিয়ে দোহাই গাছের মালী রাজা ব’লে, আনন্দে হ’য়ে বিভোর, প্রেমেতে ঘোর, t ভাসি প্রেম-অশ্ৰু-জলে ৷ * জুড়াই তাপিত-হিয়ে, তলায় গিয়ে, ভাই-বন্ধু সবে মিলে । দেখিগে প্রেমের প্রভাব, অপূৰ্ব্ব-ভাব, হেরি নাই যা’ কোন কালে ৷ ছায়াতে শীতল হয়ে, দৌড়ে গিয়ে, পশি প্রেম-সিন্ধু-জলে। সাতারি প্রাণ ভ’রে প্রেমনীরে, প্রেমে জীবন পা’ব ব’লে ৷ তাপিত-প্রাণ শীতল হ’বে শান্তি পাবে, * r শান্তি-সিন্ধুর কোমল কোলে । ঘুচিবে সকল জ্বালা, অবহেলে স্বর্গ পীবে হাতের তলে ৷