পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ। છિછે. কেশব যখন করে বিধাম” প্রচার, রামকৃষ্ণ আবিভূতি প্রেম-অবতার – উভয়ের এক কথা—ধৰ্ম্ম সমন্বয়,-- . পশ্চিম হইতে “থিয় সফির’ উদয় | পুণ্যশ্লোক অস্কট * এ’লেন সর্ববত্যাগী, ব্লাভাস্কির + পূত-প্রেমে সদা অনুরাগী । মহাতপা-মহাতেজ অদ্ভুত রমণী, দয়ার-সাগর জ্যেষ্ঠা দিব্যজ্ঞানে জ্ঞানী। বিশ্বের রহস্য সদা প্রচারে প্রবীণ, লোকাতীত-শক্তি, গৃঢ় তত্ত্বের ঘোষণা । পরীবিদ্যা, ব্রহ্মবিদ্যা লোকে যা'রে কয় তা রি নাম থিয়সফি, ভিন্ন কিছু নয় । ব্লাভাস্কির প্রচারিত গ্রন্থ কয়খানি অতীব আশ্চর্ঘ্য পথি জ্ঞানরত্ব-খনি । পৃথিবীর যত শাস্ত্র যেথ যা পাইবে ভাস্কির পুস্তকে তা’র নির্য্যাস দেখিবে। ব্ৰহ্মতত্ত্ব, স্বষ্টিতত্ত্ব, বিশ্বতত্ত্ব আদি, আত্মা, জীব, জড়, কৰ্ম্ম সাদি বা অনাদি, সমস্ত রহস্য ভঙ্গ বিজ্ঞান-ভিত্তিতে, দু’য়ে দু’য়ে চারি যথা অঙ্কের-শাস্ত্রেতে ;

  1. ,Colonel Olcott. # Madame Blavatsky.