পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



কলিযুগ।


মহাভারতের যুদ্ধ অবসান পরে
 দেশে না রহিল আর জ্ঞানী-মহাজন ;
ছারখার হ’ল রাজ্য সেই রণঘোরে ;
 উপযোগী লোক সব পাইল নিধন ।

সেই সংগ্রামের শেষে যে কেহ রহিল
 দিতে সাক্ষ্য ভারতের গৌরব-কালের
তা’রা যেন সবে প্রাণহীন-দেহ হ’ল
 উৎসাহ-উদ্যম সব ঘুচিল তাদের ।

পিতা-পুত্র-ভ্রাতৃ-বন্ধু-শোকেতে অধীর,
 সংসার-ক্ষেত্রেতে কেহ না রহিল আর ;
ব্যাকুল-হৃদয় সবে চঞ্চল-অস্থির,
 নিৰ্জ্জন-নিবাস শেষ করিলেক সার ।

জন-কোলাহল হ’তে লইল বিদায়
 ঘুচা'য়ে দেশের আশা-ভরসা সকল ;
ভারতবাসীরা সবে হ’ল অসহায় ;
 উন্নতির পথে এবে পড়িল অর্গল ।

মানব-দেহেতে যাহা হয় বা সম্ভবে
 প্রকাশিয়ে বাসুদেব আপন সত্তাতে,
চরম দেখা’য়ে মহাভারত-আহবে
 অবসর লইলেন কর্ম্মক্ষেত্র হ’তে ।

কাটাইয়া দ্বারকাতে শেষ-কয় দিন
 শোকে-তাপে-ক্লিষ্ট হ’য়ে ত্যজিলেন তনু