পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 কলিযুগ । শু’নেছি জে’নেছি কথা, আর নাহি আছে কোথা', সরল ধাৰ্ম্মিক লোক সব ;-- একজন আগাইলে, পশ্চাতে অনেকে চলে, ঐক্য জম্বুকের যথা রব । তোমরাই এই ভদে অক্ষয় কীৰ্ত্তি রাখিবে, স্বার্থহীন সদাশয় ব’লে ;– চিনির-বলদ সোজা, বহি’ছ পরের বোঝা ; আপত্তি করন কোন কালে । পর-চরণ সেৰিতে ; রত সদা হৃষ্ট-চিতে ; তোমাদের এ বিচিত্র-ভাব আর কোথা দেখিনাই, শুনিনাই কোন ঠাই ; এ কেবল ধৰ্ম্মের প্রভাব । f ছেন । সোসাইটার যেরূপ খরচ তাহাতে প্রবেশিকা-মূল্যের সমষ্টি সমুদ্রে পাদ্যৰ্থ বিশেষ। সোসাইটীর কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবক-সেবিকাদের ত্যাগ স্বীকার দেখিলে অবাক হইতে হয় !!!