পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* কলিযুগ । অতএব কথা মান, টাকা-কড়ি সব আন, গুরু-গুববী-পদে কর দান। নাচিতে নাচিতে সবে সশরীরে স্বগে যাবে, ঘুচে যা’বে এ ভব-যন্ত্রণ । কি ভয়, কি ভয়, তবে ? কায়মনোবাক্যে সবে কর ভাস্কি-পদ আরাধনা ৷ কেহ বলে : পুরাকালে বৃহস্পতি মাথা ঘুরাইয়া, ব’লেছিল চাৰ্ববাক বিশ্ব ধাধাইয়া । সেই কথা খণ্ডাইতে বিজ্ঞ ছয় জন, প্রচারিল মহাযত্নে ষড়দরশন যে ভারতে আছে সব এ হেন বিজ্ঞান, সেথা তোমাদের কথায় কেবা দিলে কাণ ? আৰ্য্যস্থতে ভুলান তোমাদের কাজ নয়, প্রকৃত যদ্যপি আর্যাস স্তান সে হয় । বাও যথা বাস করে অসভ্য-বর্ববর, --সন্তাল, বুশমান, জুলু, তার্বাচন শর ;–