পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Պր কলিযুগ । সেথা কি সহজে হয় এরূপ ব্যাপার, --একাকার করে হেথা হেন সাধ্য কা’র ? যে মানুষ এতদূর কঠিন-হৃদয়, সুকোমল প্রেম-ডোরে বদ্ধ নাহি হয় ভেস্কি-বাজীতে তা’রে সহজে বাধিবে, নিশ্চয় বাতুল সেই এ কথা যে ভাবে : হিমাচলবাসী যোগী-ঋষির নামেতে । কে বল ভুলিবে শুদু কথার কথাতে ? কেহ বলে :– এদিকেতে শুনি তব ক্ষমত অসীম, — যোগবলে বধ করিয়াছ কত ভীম । ক্ষুদ্র-ডিম্ব মধ্যে বিশ্ব যেই জন আনে কেন বিদ্যুতের তারে সংবাদ সে জানে ? যাতায়াত করে কেন রেলের-গাড়িতে ? অনায়াসে উড়ে যা’ক যোগের বলেতে । যাহারা ভ্রময়ে পৃথ্বী চক্ষের পলকে দেখা’তে পারে ব্রহ্মাও হস্ত-অমলকে তা’রা কেন পত্র লেখে কোম্পানির ডাকে ?

  • "মহাত্মা” দিগকে স্বীকার কর। বড় সহজ বিশ্বাসের কখ৷

নছে, উহা নিশ্চয় পূৰ্ব্বজন্ম সাধনসাপেক্ষ, সুতরাং সাধারণের ভাগ্যে উহা কি প্রকারে আদিবে।