পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wrwr কলিযুগ । কিন্তু লীলাময়ের এই প্রেমলীলা-স্থান বিশেষ ভাবেতে সুশোভিত । আধ্যাত্মিক-মানসিক-সাংসারিক-জ্বালা, কল্পনাতে ভাবিলে শিহুরি, কত বা না সহিলেন সুধীরা অবলা, ধৈরযের যাই বলিহারি ! বিটপী-পৰ্ব্বত হারে সহিষ্ণুতা হেরি, ধরিত্রীও বলে ধন্য ধন্ত ! কি ষ অত্যাচার, উৎপীড়ন, আহা-মরি । শোক-তাপ অসংখ্য-অগণ্য । এই তোলপাড় মাঝে অচল-অটল ছিলেন নিয়ত সাধবী-নারী, তিলেকের জন্য কভু নহেন চঞ্চল ভ্ৰমেতে ও সত্য পরিহরি” । স্বfথবশে স্বপনে ও অদ্যায়-ভাবনা করে নাই চিত্ত কলুষিত ; মানুষের-সয়তানের সহস্র তাড়ন পারে নাই করা’তে তহিত । অবসন্ন দেখে নাই কেউ দারুণ বিপদে, সম্পদে ও নহে উল্লসিত । যোগিনী-লক্ষণ প্রদর্শিত পদে-পদে লক্ষ্য সদা সত্য-পানে স্থিত ।