পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । অবাক হ’য়েছে দেখে পুণ্যময়-ভাব । বাল-বৃদ্ধ-যুবা-নারী-নরে । কিবা শোভা, কিবা আভা প্রকাশ মুখেতে এ বৃদ্ধ-বয়সে কান্তি কত ! সাত্বিক-আহার, শুদ্ধাচারের বলেতে পুষ্ট দেহ, প্রফুল্লতা যত । দর্শনাদি-শাস্ত্রে মান, পুরাণে ভকতি, গভীরতা সৰ্ব্বত্র সমান ; বেদোপনিষদে শ্রদ্ধা অস্তৃত শকতি সমন্বয়ে কৰ্ম্ম-ভক্তি-জ্ঞান, । কাশীর কালেজ তা’র কীৰ্ত্তি সুমহান উদ্ধারিতে ধৰ্ম্ম-সনাতন । প্রিয় তা’র ভারতের হিন্দু, মুসলমান, পাশী, শিখ, জৈন, বৌদ্ধগণ । ধৰ্ম্মগ্রন্থ করিলেন কত প্রণয়ন, কেবা তা’র করিবে গণনা ? শাস্ত্রের ব্যাখ্যানে সদ। তাছেন মগন, ভাষণের নাহিক তুলনা । কদাচারী-কদাহারা-ইংরাজ-গৃহেন্তে জন্ম যা’র সে বল কেমaেi পূর্বাচার পরিহরি’ আসিয়ে ভারতে কাটে দিন বিশুদ্ধ-ভোজনে ?