পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


প্রথম ছত্রের সূচী

অযুত বৎসর আগে হে বসন্ত, প্রথম ফাল্গুনে ১১১
অয়ি ভুবনমনোমোহিনী ৭৬
আজি উন্মাদ মধুনিশি, ওগো ২৮
আজি এই আকুল আশ্বিনে ১০৫
আজি কী তোমার মধুর মুরতি ৪৪
আজি মগ্ন হয়েছিনু ব্রহ্মাণ্ড-মাঝারে ১২১
আমি কেবলি স্বপন করেছি বপন ৬৯
আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা ৭৩
আমি তো চাহি নি কিছু ৩১
আবার আহ্বান ৯০
ঈশানের পুঞ্জমেঘ অন্ধ বেগে ধেয়ে চলে আসে ৯৮
একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নব ভুবনে ২১
এ কি তবে সবই সত্য ৩৯
এ জীবনসূর্য যবে অস্তে গেল চলি ৪১
এবার চলিনু তবে ৬৪
ঐ আসে ঐ অতি ভৈরব হরষে ১২
ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ ৬০
ওগো পসারিনি, দেখি আয় ৩৪
ওগো পুরবাসী, আমি পরবাসী ৮১
ওগো প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি ২৬
ওগো সুন্দর চোর ১৫
কহিলা হবু, শুন গো গোবুরায় ৫৩
কিসের তরে অশ্র ঝরে, কিসের তরে দীর্ঘশ্বাস ৫০
কে এসে যায় ফিরে ফিরে ৫৮
কেন বাজাও কাঁকন কনকন, কত ৬৬
ক্ষমা করো, ধৈর্য ধরো ৯৫
জানি হে যবে প্রভাত হবে, তোমার কৃপা-তরণী ১২৪