পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՓԵո कोक्रङ्कङ्गीौ । ও পরিমলবাহিনী এক কুসুমমঞ্জরী ছিল। ঐক্লপ আশ্চৰ্য্য কুসুমমঞ্জরী কেহ কথন দেখে নাই। উহার গন্ধ আভ্রাণ করিয়া স্থির করিলাম, উহারই গন্ধে বন আমোদিত হইয়াছে। অনন্তর অনিমিষলোচনে মুনিকুমারের মোহিনী মূৰ্ত্তি নেত্রগোচর করিয়া বিস্মিত হইলাম। ভাবিলাম বিধাতা বুঝি কমল ও চন্দ্রমণ্ডল হষ্টি করিয়া ইহার বদনারবিন্দ নিৰ্ম্মাণের কৌশল অভ্যাস করিয়া থাকিবেন। উরু ও বাহুযুগল স্বষ্টি করিবার পূর্বে রম্ভাতরু ও মৃণালের স্বষ্টি করিয়া নিৰ্ম্মাণকৌশল শিথিয়া থাকিবেন। নতুবা সমানাকার দুই তিন বস্তু স্বষ্টি করিবার প্রয়োজন কি ? ফলতঃ মুনিকুমারের রূপ যত বার দেখি তত বারই অভিনব বোধ হয়। এইরূপে তাহার রমণীয় রূপের পক্ষপাতিনী হইয়া ক্রমে ক্রমে কুমুমশরের শরসন্ধানের পথবর্তনী হইলাম। কি মুনিকুমারের রূপসম্পত্তি, কি যৌবনকাল, কি বসন্তকাল, কি সেই সেই প্রদেশ, কি অনুরাগ, জানি না কে আমাকে উন্মাদিনী করিল। বারম্বার মুনিকুমারকে সম্পূহ লোচনে দেখিতে লাগিলাম। বোধ হইল যেন, আমার হৃদয়কে রঞ্জুবদ্ধ করিয়া কেহ আকর্ষণ করিতেছে। ২ অনন্তর স্বেদসলিলের সহিত লজ্জা গলিত হইল। মকরধ্বজের নিশিতশরপাতভয়ে ভীত হইয়াই যেন, কলেবর কম্পিত হইল। মুনিকুমারকে আলিঙ্গন করিবার আশয়েই যেন, শরীর রোমাঞ্চ রূপ কর প্রসারণ করিল। তখন মনে মনে চিন্তা করিলাম শাস্তপ্রকৃতি তাপসজনের প্রতি আমাকে অনুরাগিণী করিয়া দুরাত্মা মন্মথ কি বিসদৃশ কৰ্ম্ম করিল। অঙ্গনাজনের অন্তঃকরণ কি বিমূঢ় অঙ্কুরাগের পাত্রাপাত্র কিছুই বিবেচনা করিতে পারে