পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । నిgN9 গ্ৰহণাপরাধ ক্ষমা করিব না বলিয়া ক্রকুটিভঙ্গি দ্বারা অলীক কোপ প্রকাশপূৰ্ব্বক আমাকে কহিলেন চপলে! আমার অক্ষমালা না দিয়া এখান হইতে যাইতে পাইবে না। আমি তাহার নিরুপম রূপ লাবণ্যের অমুরাগিণী ও ভাবভঙ্গির পক্ষপাতিনী হইয়া এরূপ শূন্তহৃদয় হইয়াছিলাম যে, অক্ষমালান্দ্রমে কণ্ঠ হইতে উন্মোচন করিয়া আমার একাবলীমালা র্তাহার করে প্রদান করিলাম। তিনিও এরূপ অন্তমনস্ক হইয়া আমার মুখপানে চাহিয়াছিলেন যে, উহ। অক্ষমালা বলিয়াই গ্রহণ করিলেন। মুনিকুমারের সন্নিধানে স্বেদজলে বারম্বার স্নান করিয়া পরে সরোবরে স্নান করিতে গেলাম। স্বানানন্তর মুনিকুমারের মনোহারিণী মূৰ্ত্তি মনে মনে চিন্তা করিতে করিতে বাটী গমন করিলাম । ৭ অন্তঃপুরে প্রবেশিয়া বে দিকে নেত্রপাত করি, পুণ্ডরকের মুখপুণ্ডরীক ভিন্ন আর কিছুই দেখিতে পাই না । মুনিকুমারের আদর্শনে এরূপ অধীর হইলাম যে, তৎকালে জাগরিত কি নিদ্রিত, কি একাকিনী কি অনেকের নিকটবর্তিনী ছিলাম, মুখের অবস্থা কি দুঃখের দশ ঘটিয়াছিল, উৎকণ্ঠা কি ব্যাধি দ্বারা আক্রান্ত হইয়াছিলাম, কিছুই বুঝিতে পারি নাই। ফলতঃ কোন জ্ঞান ছিল ন। একবারে চৈতন্তশৃষ্ঠ হইয়াছিলাম। তৎকালে কি কৰ্ত্তব্য কিছুই স্থির করিতে না পারিয়া, কেহ যেন আমার নিকট না যায় পরিচারিকাদিগকে .এই মাত্র আদেশ দিয়া, প্রাসাদের উপরিভাগে উঠিলাম। যে স্থানে সেই ঋষিকুমারের সহিত সাক্ষাৎ হইয়াছিল । সেই প্রদেশকে মহারত্বাধিষ্ঠিত, অমৃতরসাভিষিক্ত, চন্দ্রেীদয়ালঙ্কত, বোধ করিয়া বারম্বার দৃষ্টিপাত করিতে লাগিলাম। দেখিতে