পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆఅ কাদম্বরী। পত্রিক পাঠ করির উন্মত্ত ও অবশেষ্ক্রিয় হইলাম। পুনঃ পুন: জিজ্ঞাসা করিতে লাগিলাম তরলিকে ! তুমি তাহাকে কোথায় কিরূপে দেখিলে ? তিনি কি কহিলেন ? তুমি তথায় কতক্ষণ ছিলে ? তিনি আমাদের অনুসরণে প্রবৃত্ত হইয়া কতদূর পর্য্যন্ত আসিয়াছিলেন ? প্রিয়জনসম্বদ্ধ এক কথাও বারস্কার বলিতে ও শুনিতে ভাল লাগে। আমি পরিজনদিগকে তথা হইতে বিদায় করিয়া কেবল তরলিকার সহিত মুনিকুমারসম্বদ্ধ কথায় দিবস ক্ষেপ করিলাম। ১০