পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিচ্ছেদের স্বতন্ত্র নাম দেওয়া হইয়াছে এবং টীকা ও টিপ্পনী’ বুঝিবার সুবিধার জন্ত প্রত্যেক পরিচ্ছেদের প্যারাগুলির শেষে ১৷ ২ প্রভৃতি ক্রমিক সংখ্যা যোগ করিয়া দেওয়া হইয়াছে ; এ ছাড়া আদর্শ সংস্করণের অন্য কোনকিছু পরিবর্তন করা হয় নাই । গ্রন্থকারের ভাষা, শব্দপ্রয়োগ ও বাক্যবিন্যাসের বৈশিষ্ট্য প্রভৃতি টীকা ও টিপ্পনী-মধ্যে যথাস্থানে আলোচিত হইয়াছে । যেরূপ অবহিত হইয়া শ্রদ্ধান্বিতভাবে প্রাচীন গ্রন্থ সম্পাদন করা কর্তব্য, তাহা সৰ্ব্বতোভাবে অনুষ্ঠিত হইয়াছে, তবে দুই-চারটি ছাপার ভুল যে এই সংস্করণেও নাই, এ কথা হলফ করিয়া বলা যায় না। ছাপাখানার সঙ্গে বিশ-বাইশ বৎসর সম্পত্ত থাকায় বুঝিয়াছি, আমাদের ছাপাখানার আমূল সংস্কার না হইলে সম্পূর্ণ ভ্রমপ্রমাদশূন্ত গ্রন্থ প্রকাশ করার আশা পুরাপুরি দুরাশ । এই বর্ষের কীৰ্ত্তিক-সংখ্যার ‘বঙ্গশ্রী’তে “পণ্ডিত তারাশঙ্কর তর্করত্ন’ শীর্ষক আমার যে প্রবন্ধটি প্রকাশিত হইয়াছিল, সম্পাদক শ্ৰীমান সজনীকান্ত দাসের অনুমতিক্রমে সেইটিই একটু আধটু পরিবৰ্ত্তিত অবস্থায় ‘গ্রন্থ ও গ্রন্থকারের পরিচয়’ নামে এই ভূমিকার পরেই মুদ্রিত হইল। এই অনুমতি প্রদানের জন্য আমি তাহার নিকটে কৃতজ্ঞ । r - কদমতলা, চুচুড়া ৮ জগদ্ধাত্রী পূজা | ১• কাৰ্বিক, ১৩৪• ক্রীঅজরচন্দ্র সরকার