পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ ও গ্রন্থকারের পরিচয় বহু দিন হইতে লক্ষ্য করিয়! আসিতেছি যে, বঙ্গসাহিত্যে পণ্ডিত তারাশঙ্করের দান- ও স্থান-সম্বন্ধে বিচার করিতে গিয়া মহামহারথগণও পক্ষপাতিত্ব করিয়া তাহার প্রতি যথেষ্ট অবিচার করিয়াছেন,–যেন বঙ্গসাহিত্য-সমাজ-মধ্যে তিনি একজন অতি নগণ্য, যৎসামান্ত ব্যক্তি,— যেন তাহার দানের বিষয় আলোচনা করিতে যাওয়া এবং বঙ্গসাহিত্যে র্তাহার স্থান নির্দেশ করিতে যাওয়া, উভয়ই হস্যোদীপক বিড়ম্বন মাত্র । প্রকৃতই এই আলোচনা হাস্যে"দ্দীপক বিড়ম্বন মাত্র কিনা তাহা নিৰ্দ্ধারণ ও নিরূপণ করাই এই প্রবন্ধের মুখ্য উদেশ্ব। ) প্রথমে সংক্ষেপে র্তাহার জীবনী আলোচনা করিতেছি । তারাশঙ্কর রাঢ়ীয় শ্রেণীর ব্রাহ্মণ, উপাধি চট্টোপাধ্যায়। র্তাহার পিতার নাম মধুসূদন। তাহদের নিবাস নদীয়া জেলার অন্তর্গত গঙ্গার পশ্চিম পারে নবদ্বীপের নিকটে ‘কাচকুলি’ গ্রামে। সম্ভবতঃ ১৮৩০ খৃষ্টাব্দে তারাশঙ্কর কাচকুলি গ্রামেই জন্ম গ্রহণ করেন। এইখানেই বলা ভাল যে, ১৮২০ সাল বাঙ্গালার একটি বিশেষ স্মরণীয় বৎসর। এই ১৮২০ সালেই, অর্থাৎ তারাশঙ্করের জন্মের ঠিক দশ বৎসর পূর্বে