পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। هي متون পথ পরিহার করেন। এই নির্দয় পাষাণময় হৃদয়ের শোক দুঃখ সকলই অলীক । এ স্বয়ং নিলজি এবং আমাকেও নিলজের অগ্রগণ্য করিয়াছে। যে শোক অবলীলাক্রমে সহ করিয়াছি এক্ষণে কথা দ্বারা তাহ ব্যক্ত করা কঠিন কৰ্ম্ম কি ? যে হলাহল পান করে, হলাহলের স্মরণে তাহার কি হইতে পারে? আপনার সাক্ষাতে সেই বিষম বৃত্তাস্তের যে ভাগ বর্ণনা করিলাম, তাহার পর, এরূপ শোকোদ্দীপক কি আছে যাহা বলিতে ও শুনিতে পারা যাইবেক না। যে দুরাশামৃগতৃষ্ণিক অবলম্বন করিয়া এই অকৃতজ্ঞ দেহভার বহন করিতেছি এবং সেই ভয়ঙ্কর ব্যাপারের পর প্রাণধারণের হেতুভূত যে অদ্ভুত ঘটনা হইয়াছিল তাহাই এই বৃত্তান্তের পরভাগ, শ্রবণ করুন | > সেইরূপ বিলাপের পর প্রাণ পরিত্যাগ করাই প্ৰাণেশ্বরের বিরহের প্রায়শ্চিত্ত স্থির করিয়া তরলিকাকে কহিলাম অয়ি নৃশংসে । আর কতক্ষণ রোদন করিব, কতই বা যন্ত্রণ সহিব । শীঘ্র কাষ্ঠ আহরণ করিয়া চিত সাজাইয়া দাও, জীবিতেশ্বরের অনুগমন করি। বলিতে বলিতে মহাপ্রমাণ এক মহাপুরুষ চন্দ্রমণ্ডল হইতে গগনমণ্ডলে অবতীর্ণ হইলেন। র্তাহার পরিধান শুভ্র বসন, কর্ণে সুবর্ণকুণ্ডল, বক্ষঃস্থলে হার ও হস্তে কেয়ূর। সেরূপ উজ্জ্বল আকৃতি কেহ কথন দেখে নাই। দেহপ্রভায় দিশ্বলয় আলোকময় করিয়া গগন হইতে ভূতলে পদার্পণ করিলেন। শরীরের সৌরভে চতুর্দিক আমোদিত হইল। চারি দিকে অমৃতবৃষ্টি হইতে লাগিল। পৗবর বাহুযুগল দ্বারা প্রিয়তমের মৃত দেহ আকর্ষণপূর্বক “বংসে মহাশ্বেতে ! প্রাণত্যাগ করিও না, পুনৰ্ব্বার পুওরীকের সহিত তোমার