পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$b কাদম্বরী । শয়নাগার কারাগার বোধ হইল। সুশীতল কোমল শয্যাও উত্তপ্ত বালুকণর ন্যায় গাত্র দাহ করিতে লাগিল। প্রভাত হইতে না হইতেই আমাকে ডাকাইয়া আপনার নিকট পাঠাইয়া দিলেন । ৯ গন্ধৰ্ব্বকুমারীর পূর্বরাগজনিত বিষম দশার আবির্ভাব শ্রবণে আহলাদিত ও কাতর হইয়া রাজকুমার আর চঞ্চল চিত্তকে স্থির করিতে পারিলেন না। বৈশম্পায়নকে স্কন্ধাবারের রক্ষণাবেক্ষণের ভার দিয়া পত্ৰলেখার সহিত ইন্দ্রায়ুধে আরোহণপূর্বক গন্ধৰ্ব্বনগরে চলিলেন। কাদম্বরীর বাটার দ্বারদেশে উপস্থিত হইয়া ঘোটক হইতে নামিলেন। সম্মুখাগত এক ব্যক্তিকে জিজ্ঞাপিলেন গন্ধৰ্ব্বরাজকুমারী কাদম্বরী কোথায় ? সে প্ৰণতিপূর্বক কহিল ক্রীড়াপৰ্ব্বতের নিকটে দীর্ঘিকাতীরস্থিত হিমগৃহে অধিষ্ঠান করিতেছেন। কেয়ূরক পথ দেখাইয়া চলিল। রাজকুমার প্রমদবনের মধ্য দিয়া কিঞ্চিৎ দূর যাইয়া দেখিলেন কদলীদল ও তরুপল্লবের শোভায় দিল্পগুল হরিদ্বর্ণ হইয়াছে। তরুগণ বিকসিত কুমুমে আলোকময় ও সমীরণ কুমুমসৌরভে সুগন্ধময়। চতুর্দিকে সরোবর, অভ্যন্তরে হিমগৃহ। বোধ হয় যেন, বরুণ জলক্রীড়া করিবার নিমিত্ত ঐ গৃহ নিৰ্ম্মাণ করিয়াছেন। তথায় প্রবেশমাত্র বোধ হয় যেন, তুষারে অবগাহন করিতেছি। ঐ গৃহে সুশীতল শিলাতলবিন্যস্ত শৈবাল ও নলিনীদলের শয্যায় শয়ন করিয়াও কাদম্বরীর গাত্রদাহ নিবারণ হইতেছে না, প্রবেশিয়া দেখিলেন । কাদম্বরী রাজকুমারকে দেখিবামাত্র অতিমাত্র সন্ত্রমে গাত্ৰোখান করিয়া যথোচিত সমাদর করিলেন। মেঘাগমে চাতকীর যেরূপ আহলাদ হয় চন্দ্রাপীড়ের আগমনে কাদম্বরী সেইরূপ আহলাদিত হইলেন। সকলে আসনে উপবিষ্ট