পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ চন্দ্রাপীড়ের দিগ্বিজয় হইতে প্রত্যাবর্তন চন্দ্রাপীড় স্কন্ধাবারে প্রবেশিয়া উজ্জয়িনী হইতে আগত এক বাৰ্ত্তাবহকে দেখিতে পাইলেন । প্রীতিবিম্ফারিত লোচনে পিতা, মাতা, বন্ধু, বান্ধব, প্রজা, পরিজন প্রভৃতি সকলের কুশলবাৰ্ত্তা জিজ্ঞাসিলেন। সে প্ৰণতিপূর্বক দুই খানি লিখন তাহার হস্তে প্রদান করিল। যুবরাজ পিতৃপ্রেরিত পত্রিকা অগ্ৰে পাঠ করিয়া তদনন্তর শুকনাসপ্রেরিত পত্রের অর্থ অবগত হইলেন । এই লিখিত ছিল “বহু দিবস হইল তোমরা বাট হইতে গমন করিয়াছ । অনেক কাল তোমাদিগকে না দেখিয়া আমরা অতিশয় উৎকষ্ঠিতচিত্ত হইয়াছি। পত্রপাঠ মাত্র উজ্জয়িনীতে না পন্থছিলে আমাদিগের উদ্বেগ বৃদ্ধি হইতে থাকিবেক।” বৈশম্পায়নও যে দুই খানি পত্র পাঠাইয়াছিলেন তাহাতেও এইরূপ লিখিত ছিল । যুবরাজ পত্র পাইয়া মনে মনে চিন্তা করিলেন কি করি, এক দিকে গুরুজনের আজ্ঞা, আর দিকে প্রণয়প্রবৃত্তি। গন্ধৰ্ব্বরাজতনয়া কথা দ্বারা অনুরাগ প্রকাশ করেন নাই বটে, কিন্তু ভাব ভঙ্গির দ্বারা বিলক্ষণ লক্ষিত হইয়াছে। ফলতঃ তিনি অল্পরাগিণী না হইলে আমার অন্তঃকরণ কেন তাহার প্রতি এত অনুরক্ত হইবে ? যাহা হউক, এক্ষণে পিতার আদেশ অতিক্রম কর। হইতে পারে না । এই স্থির করিয়া সমীপস্থিত বলাহকের পুত্র Wy