পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSRల कiप्नक्ताङ्गौ ॥ রাত্ৰ্যন্ধ। এরূপ লম্বোদর যে, রাক্ষসের ন্যায় রাশি রাশি ভোজন করিয়াও উদ্বর পূর্ণ হয় না। শুষ্কলতারচিত পুষ্পকরণ্ডক ও আস্তৃশিক লইয়া বনে বনে ভ্রমণ ও বৃক্ষে বৃক্ষে আরোহণ করাতে বানরগণ কুপিত হইয়া তাহার নাসা কর্ণ ছিন্ন করিয়াছে এবং ভল্লুকের তীক্ষ্ণ নখে গাত্র ক্ষত বিক্ষত হইয়াছে। রাজকুমারের লোকজন তথায় উপস্থিত হইবামাত্র তিনি তাহদের সহিত কলহ আরম্ভ করিলেন । ৩ চন্দ্রাপীড় মন্দিরের সন্নিধানে উপস্থিত হইয়া তুরঙ্গম হইতে অবতীর্ণ হইলেন । ভক্তিভাবে দেবীকে প্রদক্ষিণ করিয়া সাষ্টাঙ্গ প্ৰণিপাত করিলেন। কাদম্বরীর বিরহে তাহার অন্তঃকরণ অতিশয় উৎকণ্ঠিত ছিল, দ্রবিড়দেশীয় ধাৰ্ম্মিকের আমোদজনক ব্যাপারে কিঞ্চিৎ মুস্থ হইল। তিনি স্বয়ং তাহার জন্মভূমি, জাতি, বিদ্যা, পুত্র, কলত্র, বিভব, বিষয় ও প্রত্ৰজ্যার কারণ সমুদায় জিজ্ঞাসা করিতে লাগিলেন। ধাৰ্ম্মিক আপনার শৌর্য্য, বীৰ্য্য, ঐশ্বৰ্য্য, রূপ, গুণ ও বুদ্ধিমত্তার এরূপে পরিচয় দিলেন যে, তাহা শুনিয়া কেহ হাস্ত নিবারণ করিয়া রাখিতে পারে না। অনন্তর রবি অস্তগত হইলে অগ্নি জালিয়া ও ঘোটকের পর্য্যাণ বৃক্ষশাখায় রাখিয়া সকলে নিদ্রা গেলে রাজকুমার শয়ন করিয়া কেবল গন্ধৰ্ব্বনগর চিন্তা করিতে লাগিলেন ; প্রভাতে চণ্ডিকার উপাসককে যথেষ্ট ধন দিয়া তথা হইতে বহির্গত হইলেন। কতিপয় দিনে উজ্জয়িনীনগরে পন্থছিলেন। রাজকুমারের আগমনে নগর আনন্দময় হইল। তারাপীড় চন্দ্রাপীড়ের আগমনবাৰ্ত্ত শ্ৰবণে সাতিশয় আনন্দিত হইয়া সভাস্থ রাজমণ্ডলী সমভিব্যাহারে