পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ ও গ্রন্থকারের পরিচয় সগৌরবে পরশুরামের অবতারণা করিয়াছেন। যৌবনে তাহ পাঠ করিয়াছিলাম,— সে গৌরবও বোধ হয় ভুলিতে পারি। প্রৌঢ়ে রসিকাস কীৰ্ত্তনীয় মহা-গৌরবে মহা-আড়ম্বরে জয়দেবের বদসি'-গানের অবতারণা করিয়াছিল, তাহাও হয়ত ভুলিয়া যাইব, কিন্তু বালে সেই যে পিতৃদেব কর্তৃক কাদম্বরী-পাঠ, তাহার গৌরব, তাহার মর্যাদা কিছুতেই ভুলিতে পারিব না।—সেই যে শ্রোতৃবর্গ বাঙ নিষ্পত্তি না করিয়া, তামাকু টানিতে ভুলিয়া গিয়া, হুকহস্তে বিস্ফারিত নয়নে, একমনে, একধানে পিতৃদেবের মুখপানে চাহিয়া আছেন, আর যেন সৰ্ব্বাঙ্গে কাণ পাতিয়া সেই কাদম্বরী-সুধা পান করিতেছেন, সাহিত্য-সেবার সেরূপ জাক-পসার, সেরূপ তন্ময়ত, সেরূপ একাগ্রত কখন ভুলিতে পারিব না।” প্রবীণ সমালোচকের সমালোচনা শুনিলেন, এইবার একবার একজন নবীন সমালোচকের অভিমত শুনুন। অধ্যাপক শ্ৰীযুক্ত সুকুমার সেন মহাশয় সম্প্রতি বঙ্গ শ্ৰী’তে লিথিয়াছেন :– “এই জাতীয় (টেলিমেকস-রোমাবতী জাতীয় ) রচনার মধ্যে তারাশঙ্কর তর্ক রত্বের কাদম্বর একটি () উল্লেখযোগ্য পুস্তক। }তৎসম শব্দের_নট ও সমাসবাহুল্যের মধ্য দিয়া তারাশঙ্কর মূল কাদম্বরীর শব্দঝঙ্কার ও শব্দচিত্র যথাসম্ভব সাহেব রচিত তন্নামক উপন্যাস-অবলম্বনে রচিত। ইহার রচনা সংস্কৃতঘেঁষা ও. বৈশিষ্টা-বর্জিত יין তারাশঙ্কর-প্রণীত মাত্র তিনখানি পুস্তকের উল্লেখ করিয়াছি। র্তাহার রচিত প্রথম পুস্তিকা ‘ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা। ইহা প্রকাশিত হয় ১৮৫১ খৃষ্টাব্দে। স্ত্রীশিক্ষা-বিষয়ক রচনার মধ্যে