পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। ఫి83 সকলের মুখেই দুঃখের চিহ্ন প্রকাশ পাইতেছে। অনন্তর ইতস্ততঃ দৃষ্টি পাত করিয়া পুষ্পশূন্য উদ্যানের স্থায়, পল্লবশুষ্ঠ তরুর ন্যায়, বারিশূন্ত সরোবরের হার প্রাণশূন্ত চন্দ্রাপীড়ের দেহ পতিত রহিয়াছে, দেখিতে পাইলেন। দেখিবা মাত্ৰ মূৰ্ছাপন্ন হইয়া ভূতলে পড়িতেছিলেন অমনি মদলেখা ধরিল। পত্রলেখা অচেতন হইয়। ভূতলে বিলুষ্ঠিত হইতে লাগিল। কাদম্বরী অনেক ক্ষণের পর চেতন হইয়া সম্পূহলোচনে চন্দ্রাপীড়ের মুখচন্দ্র দেখিলেন এবং ছিন্নমূল লতার স্থায় ভূতলে পতিত হইয়া শিরে করাঘাত করিতে লাগিলেন । ২ মদলেখা কাদম্বরীর চরণে পতিত হইয়া আৰ্ত্তস্বরে কহিল ভর্তুদারিকে ! আহা তোমা বই মদিরা ও চিত্ররথের কেহ নাই ! তোমার কোমল হৃদয় বিদীর্ণ হইল, বোধ হইতেছে। প্রসন্ন হও, ধৈর্য্য, অবলম্বন কর। মদলেখার কথায় হাস্ত করিয়া কহিলেন অয়ি উন্মত্তে । ভয় কি ? আমার হৃদয় পাষাণে নিৰ্ম্মিত তাহা কি তুমি এখনও বুঝিতে পার নাই ? ইহা বজ্র অপেক্ষাও কঠিন তাহা কি তুমি জানিতে পার নাই ? যখন এই ভয়ঙ্কর ব্যাপার দেখিবামাত্র বিদীর্ণ হয় নাই, তখন আর বিদীর্ণ হইবার আশঙ্কা কি ! হাঃ—এখনও জীবিত আছি! মরিবার এমন সময় আর কবে পাইব, সমুদায় দুঃখ ও সকল সন্তাপ শান্তি হইবার শুভ দিন উপস্থিত হইয়াছে। আহা আমার কি সৌভাগ্য ! মরিবার সময় প্ৰাণেশ্বরের মুখকমল দেখিতে পাইলাম। জীবিতেশ্বরকে পুনৰ্ব্বার দেখিতে পাইব, এরূপ প্রত্যাশা ছিল না। কিন্তু বিধাতা অনুকূল হইয় তাহাও ঘটাইয়। দিলেন। তবে আর বিলম্ব কেন ! জীৰিত ব্যক্তিরাই পিতা, মাতা,