পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$(ది কাদম্বরী । বন্ধু, বান্ধব, পরিজন ও সর্থীগণের অপেক্ষা করে। এখন আর র্তাহ:দিগের অনুরোধ কি ? এত দিনে সকল ক্লেশ দূর হইল, সকল যাতনা শান্তি হইল, সকল সন্তাপ নিৰ্ব্বাণ হইল। যাহার নিমিন্ত লজ্জা, ধৈর্য্য, কুলমৰ্য্যাদা পরিত্যাগ করিয়াছি ; বিনয়ে জলাঞ্জলি দিয়াছি ; গুরুজনের অপেক্ষা পরিহার করিয়াছি ; সর্থীদিগকে যৎপরোনাস্তি যাতনা দিয়াছি ; প্রতিজ্ঞ লঙ্ঘন করিয়াছি ; সেই জীবনসৰ্ব্বস্ব প্ৰাণেশ্বর প্রাণ ত্যাগ করিয়াছেন, আমি এখনও জীবিত আছি ! সখি ! তুমি আবার সেই ঘৃণাকর, লজ্জাকর প্রাণ রাথিতে অনুরোধ করিতেছ ? এ সময় মুখে মরিবার সময়, তুমি বাধা দিও না । ৩ যদি আমার প্রতি প্রিয় সর্থীর স্নেহ থাকে ও আমার প্রিয় কাৰ্য্য করিতে ইচ্ছা হয়, তাহ হইলে, শোকে পিতা মাতার যাহাতে দেহ অবসান না হয়, বাসভবন শূন্ত দেখিয়া সৰ্থীজন ও পরিজনেরা যাহাতে দিগিগস্তে প্রস্থান না করে, এরূপ করিও । অঙ্গনমধ্যবৰ্ত্তী সহকারপোতকের সহিত তৎপার্শ্ববৰ্ত্তিনী মাধবীলতার বিবাহ দিও। সাবধান, যেন মদারোপিত অশোকতরুর বালপল্লব কেছ খণ্ডন না করে। শয়নের শিরোভাগে কামদেবের যে চিত্রপট আছে তাহা গতমাত্র পাটিত করিও। কালিন্দী শারিকা ও পরিহাস শুককে বন্ধন হইতে মুক্ত করিয়া দিও। আমার প্রীতিপাত্র হরিণটিকে কোন তপোবনে রাখিয়া আসিও । নকুলীকে আপন অঙ্কে সৰ্ব্বদা রাখিও । ক্রীড়াপর্বতে যে জীবন্ত্রীব্রকমিথুন এবং আমার পাদসহচরী যে হংসশবক আছে তাহারা যাহাতে বিপন্ন না হয় এরূপ তত্বাবধান করিও । বনমাতুৰী কথন গৃহে বাস করে