পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭০ কগদম্বরী । দুঃখিনী দেখিতে হইল। এই বলিয়া বারম্বার বধূর মুখ চুম্বন করিতে লাগিলেন। রাণীর অশ্রুঞ্জল ও পাণিতল স্পর্শে কাদম্বরীর চৈতন্তোদয় হইল। তখন নয়ন উন্মীলনপূর্বক লজ্জায় অবনতমুখী হইয়া একে একে গুরুজনদিগকে প্রণাম করিলেন। বৈধব্য দশা শীঘ্ৰ দূর হউক বলিয়া সকলে আশীৰ্ব্বাদ করিলেন । রাজা মদলেখাকে ডাকিয়! কহিলেন বংগে ! তুমি বধূর নিকটে গিয়া কহ যে, আমরা কেবল দেখিবার পাত্ৰ আসিয়া দেখিলাম। কিন্তু যেরূপ আচার করিতে হয় এবং এত দিন যেরূপ নিয়মে ছিলেন আমাদিগের আগমনে ও লজ্জার অনুরোধে যেন তাহার অন্তথা না হয়। বধূ যেন সৰ্ব্বদ বৎসের নিকটবৰ্ত্তিনী থাকেন। এই বলিয়া রাজা সঙ্গিগণ সমভিব্যাহারে আশ্রম হইতে বহির্গত হইলেন। ২২ १ আশ্রমের অনতিদূরে এক লতামগুপে বাসস্থান নিরূপণ করিয়া, সমুদায় নৃপতিগণকে ডাকাইয়া কহিলেন ভ্রাতঃ ! পূৰ্ব্বে স্থির করিয়াছিলাম চন্দ্রাপীড়ের বিবাহ দিয়া, তাহাকে রাজ্যভার সমর্পণ করিয়া, তৃতীয় আশ্রমে প্রবেশ করিব। এবং জগদীশ্বরের আরাধনায় শেষ দশা অতিবাহিত হইবেক। আমার মনোরথ সফল হইল না বটে ; কিন্তু পুনৰ্ব্বার সংসারে প্রবেশ করিতে আস্থা নাই। তোমরা সহোদরতুল্য ও পরম মুহৃদ। নগরে প্রতিগমন করিয়া মুশৃঙ্খলারূপে রাজ্য শাসন ও প্রজা পালন কর। আমি পরলোকে পরিত্রাণ পাইবার উপায় চিন্তা করি । যাহারা পুত্র কিম্বা ভ্রাতার প্রতি সংসার ভার সমর্পণ করিয়া চরমে পরমেশ্বরের আরাধনা করিতে পারে তাহারাই ধন্ত ও সার্থকজন্ম । এই অকিঞ্চিৎকর মাংসপিণ্ডময় শরীর দ্বারা যৎকিঞ্চিৎ ধৰ্ম্ম উপার্জিত হইলেও পরম লাভ বলিতে হইবেক । ধৰ্ম্মসঞ্চয় ব্যতিরেকে পরলোকে